বর্তমানে ভারতীয় ক্রিকেট দল শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে। ইতিমধ্যে প্রথম দুটি একদিনের ম্যাচে জয় নিশ্চিত করে ভারত ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে। তবে চলতি সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার উদ্দেশ্যে আগামী ১৫ জানুয়ারি মাঠে নামবে টিম ইন্ডিয়া। শ্রীলংকার বিপক্ষে চলমানরত ওডিআই সিরিজে একাধিক ভারতীয় ক্রিকেটার দলে প্রত্যাবর্তন করলেও অধিনায়ক রোহিত শর্মা ভারতের এই তারকা ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছেন বলে মনে করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
তাদের মতে, আর কখনোই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করতে পারবেন না ভারতের তারকা ক্রিকেটার আরশদীপ সিং। এর পেছনে অবশ্য একাধিক কারণ রয়েছে। শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আরশদীপ সিংয়ের পারফরমেন্স ছিল রীতিমতো হতাশা জনক। মাত্র ২ ওভার বোলিং করে ৩৭ রানের পাশাপাশি ৫টি নো-বল করেছিলেন ভারতীয় এই ক্রিকেটার। উক্ত ইনিংসের পর এটা নিশ্চিত হয়ে গিয়েছিল যে, ভারতের জার্সিতে মাঠে নামার দিন কমে আসছে আরশদীপ সিংয়ের জন্য।
আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে আরশদীপ সিং ভারতের হয়ে নিউজিল্যান্ড সফরে তিনটি ওডিআই সিরিজ খেলেছেন। তবে একটিও উইকেট তুলে নিতে পারেননি ভারতের এই তারকা ক্রিকেটার। যদিও ২৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৩৬ উইকেট নিয়েছেন তিনি। বর্তমানে শ্রীলংকার বিপক্ষে চলমানরত ওডিআই সিরিজে ভারতীয় স্কোয়াডে রয়েছেন আরশদীপ সিং। তবুও সিরিজের প্রথম দুটি ম্যাচে ভারতীয় একাদশে সুযোগ পাননি তিনি। মনে করা হচ্ছে, বল হাতে ধারাবাহিক ব্যর্থতার কারণে শ্রীলংকার বিপক্ষে বাকি থাকা শেষ ওডিআই ম্যাচেও সুযোগ পাবেন না তিনি। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, রোহিত শর্মার এমন সিদ্ধান্তে ধ্বংস হতে পারে আরশদীপ সিংয়ের ক্যারিয়ার।