প্রতিদিন সোশ্যাল মিডিয়ার পাতায় একাধিক ভিডিও ভাইরাল হতে দেখা যায়। কোনটা নেটনাগরিকদের দৃষ্টি আকর্ষণ করতে পারে আবার কোনটা পারে না। এমন অনেক ভিডিও ভাইরাল হতে দেখা যায় যেটা মানুষের মনে থেকে যায় অনেকদিন। আবার এমন অনেক ভিডিও ভাইরাল হয় যা রীতিমতো শিহরিত করে তোলে সাধারণকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তেমনি একটি ভিডিও ভাইরাল হয়েছে।
সম্প্রতি ‘হারিস পাধি’ নামের এক ব্যক্তির ইনস্টাগ্রামের পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছে। এই ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকেই ভাইরাল হয়ে গিয়েছে। এই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে এক ব্যাক্তি রাস্তার মাঝেই একটি প্রমাণ আকৃতির কোবরাকে নিয়ে খেলা দেখাচ্ছেন। সাপটিও রীতিমতো নিজের ইচ্ছা মতো আগে-পিছে হচ্ছিল। আর এই পুরো ঘটনাটি সেখানে উপস্থিত কোন এক ব্যক্তি নিজের ফোনের ক্যামেরায় বন্দি করেছিলেন। আপাতত আর সেই ভিডিওটিই অনেককে রীতিমতো শিহরিত করেছে।
সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওটি ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে, সেখানে চোখ রাখলেই এমন আরও একাধিক ভিডিওর দেখা মিলবে। বলাই বাহুল্য, হারিস নামের এই ছেলেটি প্রায়ই এমন সাপের সাথে ভিডিও শেয়ার করে থাকেন। তার ঝলক অবশ্য সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই মিলবে। আর এটি দেখে এটুকু স্পষ্ট যে তিনি এমন ধরনের ভিডিও বানাতে যথেষ্ট অভ্যস্ত। অবশ্য কমেন্টবক্সে নেটনাগরিকদের একাংশ তাকে সাবধানও করেছেন এমন ধরনের ভিডিও বানাতে। কারণ এটি যথেষ্ট ভয়ানক ও শিহরিত করে দেওয়ার মতো একটি বিষয়। সাধারণ মানুষ কখনোই সাপ নিয়ে খোলা রাস্তার মাঝে এমনভাবে খেলা দেখানোর সাহস করবেন না। আর শহরের বাসিন্দারা এমন দৃশ্য তাদের আশেপাশে দেখার প্রত্যাশাও রাখেন না। এই ভিডিও এই মুহূর্তে দাঁড়িয়ে অনেককেই অবাক করেছে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।














Florence Pugh Speaks Out on Zach Braff’s “Unfair” Treatment Over Their 21-Year Age Difference