ঘরের মাটিতে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পর আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম একদিনের ম্যাচ খেলতে মাঠে নামবে টিম ইন্ডিয়া। চলতি সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত তিন ম্যাচের ওডিআই সিরিজ এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। দুটি আলাদা সিরিজ উপলক্ষে ইতিপূর্বে দল ঘোষণা করেছে বিসিসিআই। তবে সেই দলে জায়গা পাওয়া তরুণ এক ক্রিকেটারের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হওয়ার পূর্বে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আসলে ঋষভ পন্থের উপস্থিতিতে ঈশান কিষানের সাথে ভারতীয় দলে ব্যাকআপ উইকেট রক্ষক হিসেবে ডাক পেয়েছেন কেএস ভরত। তবে গতকাল সংবাদমাধ্যমে রোহিত শর্মা স্পষ্ট করেছেন যে, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে ভারতীয় সেরা একাদশে সুযোগ পাবেন না ভরত। উইকেট রক্ষক হিসেবে দলে দায়িত্ব পালন করবেন ঈশান কিষান এবং মিডিল অর্ডারে ব্যাটিং করবেন তিনি। উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে ইতিপূর্বে ভারতীয় দলে ডাক পেলেও একদিনের ক্রিকেটে প্রথমবারের জন্য ভারতীয় দলের অংশ হয়েছিলেন ভরত। তবে রোহিত শর্মার প্রতিক্রিয়া দেখে মনে করা হচ্ছে, পুরো সিরিজ মাঠের বাইরে বসে কাটাতে হবে তাকে।
আপনাদের জানিয়ে রাখি, কেএস ভারত ৮৬টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। যেখানে ট্রিপল সেঞ্চুরির পাশাপাশি তার নামে রয়েছে ৪৭০৭ রান! মনে করা হচ্ছে, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে ভারতের জার্সিতে অভিষেক হতে পারে শ্রীকর ভরতের। সেখানে নিজের পারফরমেন্স ধরে রাখতে পারলে জাতীয় দলে ঋষভ পন্থের প্রয়োজনীয়তা কমবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের শক্তিশালী স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ঈশান কিষাণ, বিরাট কোহলি, রজত পতিদার, সূর্যকুমার যাদব, কেএস ভরত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব। মোহাম্মদ সিরাজ, উমরান মালিক।