আপনার আধার কার্ডের ১২ ডিজিট অথবা QR Code স্ক্যান করে আপনার ব্যক্তিগত বা প্রফেশনাল যে কোনো তথ্য খুব সহজেই অ্যাক্সেস করতে পারে। এছাড়াও আপনি আপনার স্মার্ট ফোন এ বিভিন্ন অ্যাপ ইন্সটল এর সময় হয়তো কিছু না ভেবেই, না পড়েই ক্যামেরা, কনট্যাক্ট, মাইক্রোফোন, লোকেশন সবকিছুর Permission allow করে দেন। আপনি কি এটা জানেন এগুলোর জন্য আপনার পার্সোনাল ইনফোরম্যাসন অসাধু ব্যাক্তিরা খুব সহজেই জেনে নিতে পারে। তাই সতর্ক থাকুন। এরকমই একটা সোশ্যাল বার্তা দিল Team Password।
কয়েকদিনের মধ্যেই মুক্তি পাবে পাসওয়ার্ড ছবি। সেই ছবির প্রমোশনেই এবার নয়া কৌশল নিলেন দেব। Password নিয়ে সতর্কতা অবলম্বন করার থেকে শুরু করে বাস্তবের নানান অন্ধকার দিক তুলে ধরা হয়েছে এই ছবিতে। সাইবার ক্রাইম নিয়ে তৈরি পাসওয়ার্ড ছবি পরতে পরতে মনে করিয়ে দিতে চলেছে প্রতিমুহুর্তে মানুষ এমন অনেক কাজ করে থাকে, যার ফল হয়ে ওঠে ভয়াবহ। তা থেকে মুক্তির উপায় কী, সে উত্তর খুঁজে পাওয়া দুষ্কর। ফলে প্রতি পদে মেনে চলতে হবে সতর্কতা।