শীতের আমেজ পরে গিয়েছে দেশজুড়ে। এই মরশুম পর্যটনের জন্য আদর্শ। তবে এখনকার দিনে কোথাও ঘুরতে যাওয়ার মানেই কয়েক মাস আগে থাকতে টিকিট কেটে নিতে হবে। নয়তো শেষমুহূর্তে ট্রেনের টিকিট পাওয়া অসম্ভব হয়ে পরে। কিন্তু আপনি যদি আগে থাকতে টিকিট না কেটে থাকেন, তাহলে আপনার কাছে এখন একমাত্র উপায় তৎকালে টিকিট কাটা। এছাড়া বিশেষ অফিশিয়াল কাজে বা এমার্জেন্সিতে দূরে কোথাও যেতে হলে ভরসা একমাত্র এই তৎকাল টিকিট। তবে এই টিকিট সম্বন্ধে অনেক তথ্যই সাধারণ মানুষ জানেন না। আজকের এই প্রতিবেদনে এমন কিছু জানাবো যা ভবিষ্যতে আপনাদের অবশ্যই কাজে লাগতে পারে।
হঠাৎ করে ঘুরতে যাওয়া বা অফিসিয়াল কাজে অনেকেই তৎকাল টিকিট কেটে থাকেন। কিন্তু বেশিরভাগ মানুষ জানেন না যে এই তৎকাল টিকিট কি করে ক্যানসেল করতে হয়। মানে ধরে নেওয়া গেল, যে ট্রেনে আপনি তৎকাল টিকিট কেটেছেন, সেটি ঘণ্টার পর ঘণ্টা দেরি করল, তা হলে, আপনার যাওয়ার কোনও মানে নেই৷ তাহলে সেই ভাড়া আপনি কেন দেবেন। তবে জানতে হবে কি করে তৎকাল টিকিট ক্যানসেল করে টাকা ফেরত পাওয়া যায়। রেলওয়ের নিয়ম অনুযায়ী, আপনার ট্রেন যদি ৩ ঘন্টা দেরি করে তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার তৎকাল টিকিট ক্যানসেল করে টাকা ফেরত চাইতে পারেন।
এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, ট্রেনের যাত্রাপথে আপনি যদি মনে করেনযে নির্দিষ্ট স্টেশনের পরেও আপনাকে যেতে হবে, তা হলে আপনি ট্রেনে থেকেই টিকিটের যাত্রাপথ বৃদ্ধি করতে পারেন৷ সে ক্ষেত্রে আপনার কাছে তৎকাল টিকিট থাকলেও আপনি টিটির সাথে কথা বলে বর্ধিত মূল্য দিয়ে বাকি পথ ভ্রমণ করতে পারেন।