বর্তমান সময়ে আধার কার্ড সাধারণ মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।একটি ব্যাক্তির সমস্ত ব্যক্তিগত তথ্য আধার কার্ড এর মধ্যে নথিভুক্ত থাকায় ব্যাঙ্ক থেকে শুরু করে সমস্ত সরকারি ও বেসরকারি দপ্তরে এটি পরিচয় পত্র হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু সাম্প্রতিক কেন্দ্রীয় সরকার আধার কার্ডকে আরও বেশি কার্যকরী করে তুলতে অন্যান্য জায়গাতে লিঙ্ক করছে।
সম্প্রতি প্যান কার্ডের সাথে আধার কার্ড যোগ করার নির্দেশ দেয় কেন্দ্র। আর আধার যোগ না করলে অকেজো হয়ে যাবে প্যান কার্ড তা জানায় কেন্দ্র। আর এই আধার কার্ড যোগের জন্য ৩০ শে সেপ্টেম্বর শেষ সময়সীমা দিয়েছিলো কেন্দ্র। কিন্তু এই সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করলো অর্থ মন্ত্রক। এই সময়ের মধ্যে প্যান ও আধার লিঙ্ক না করলে কোনো আর্থিক লেনদেনের সময় প্যান ব্যবহার করা যাবে না। এছাড়াও আয়কর রিটার্নেও সমস্যা হতে পারে। তাই আধার লিঙ্ক না থাকলে শীঘ্রই করিয়ে নিন। আগামী ৮ ই অক্টোবর থেকে এই ই-অ্যাসেসমেন্ট সিস্টেম চালু করছে কেন্দ্র।