নিউজরাজ্য

WB OPD Ticket booking online: লম্বা লাইনে আর দাঁড়াতে হবে না, ঘরে বসেই এবার হাসপাতালের আউটডোরে টিকিট কাটুন, রইল পদ্ধতি

প্রতিদিন হাজার হাজার মানুষ শহরের নানা মেডিকেল কলেজ এবং হাসপাতালে রোগী দেখানোর জন্য ভিড় করে থাকেন

Advertisement

বিভিন্ন রোগে চিকিৎসা করার জন্য অন্য জেলা থেকে কলকাতায় আসতে হয় বিভিন্ন জেলার মানুষদের। কখনো কখনো আগের দিন বের হয়ে পরের দিন হাসপাতালে রোগী দেখাতে আসতে হয়। অনেকে আবার সুদূর উত্তরবঙ্গ থেকে আসেন শুধুমাত্র রোগী দেখানোর জন্য। কলকাতার নানা মেডিকেল কলেজ ও হাসপাতালে মানুষরা ভিড় করে থাকেন ডাক্তার দেখানোর জন্য। অনেকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য দূর দূর থেকে ছুটে আসেন। আবার অনেকে আসেন বিভিন্ন জরুরি পরীক্ষা করাতে। রাজ্যের অধিকাংশ মানুষ এই সরকারি হাসপাতালের উপরই নির্ভরশীল থাকেন।

জেলা সদর হাসপাতালে ডাক্তাররা থাকলেও এমন কিছু পরীক্ষা এবং রোগ থাকে যার চিকিৎসার জন্য কলকাতায় আসতেই হয়। তবে হাসপাতালে এসে পৌঁছলেই চট করে ডাক্তার দেখানোর সুযোগ পাওয়া যায় না। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আউটডোর বিভাগে ডাক্তার দেখানোর টিকিট পাওয়া যায়। এরপরে আবার লাইন দিয়ে ডাক্তার দেখানোর প্রতীক্ষা করতে হয়। কখনো কখনো আবার চার পাঁচ ঘন্টা লাইন দিয়ে রোগী দেখাতে হয় পরিজনদের। আউটডোরের সামনে অনেক সময় খোলা আকাশের নিচে রাত কাটাতে হয় রোগী এবং তার পরিজনদের। শহরের বিভিন্ন হাসপাতালে ঘুরলে এই ছবিটা আপনারা দেখতে পাবেন। কিন্তু এবার রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে একটি নতুন পরিষেবা নিয়ে চলে এলো রাজ্য সরকার।

রাজ্যস্বাস্থ্য দপ্তর রাজ্যের বেশিরভাগ হাসপাতাল এবং মেডিকেল কলেজে ডাক্তার দেখানোর টিকিট কাটার ব্যবস্থা ডিজিটাল করে দিতে চলেছে। এর ফলে হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করার বদলে বাড়িতে বসে অনলাইনে সরকারি হাসপাতালে টিকিট আপনারা কাটতে পারবেন। তালিকায় রয়েছে রাজ্যের বেশিরভাগ মেডিকেল কলেজ এবং হাসপাতাল। পিজি বা এসএসকেএম হাসপাতালে কিংবা নীলরতন সরকার হাসপাতলে এভাবেই আপনারা টিকিট কাটতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে এসএসকে হাসপাতালের আউটডোর পেশেন্ট ডিপার্টমেন্টের টিকিট আপনারা কাটবেন।

  • প্রথমে, আপনাকে WB ডিপার্টমেন্ট অফ ফ্যামিলি অ্যান্ড হেলথ ওয়েলফেয়ারের অফিসিয়াল ওয়েবসাইট https://onlinehmis.wbhealth.gov.in/ -তে যেতে হবে।
  • হোমপেজে নীচের দিকে আপনি ‘OPD TICKET BOOKING’ অপশনটি পাবেন।
  •  এখন একটি নতুন পেজ খুলে যাবে
  •  এখন আপনাকে আপনার মোবাইল নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
  • উপযুক্ত জায়গায় আপনার মোবাইল নম্বর দিয়ে ভেরিফাই করুন৷
  • মোবাইলে একটা OTP আসবে, সেটা দিতে হবে।
  • পেজে একটা ফর্ম চলে আসবে।
  • ফর্মে নাম, লিঙ্গ, কোন হাসপাতালে দেখাতে চান, মতো সমস্ত বিবরণ লিখুন।
  • সেই হাসপাতালের নাম, জেলা, ঠিকানা ইত্যাদির ব্যাপারে লিখুন
  •  এর পর সাবমিট বাটনে ক্লিক করুন।
  • এখন আপনি আপনার অনলাইন OPD SSKM হাসপাতাল ফর্ম দেখতে পারেন।
  • এবার ফর্মটি ডাউনলোড করতে পারেন এবং হাসপাতালে যাওয়ার আগে একটি প্রিন্টআউট করে নিতে পারেন।

Related Articles

Back to top button