নিউজদেশব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Bank Holiday: আগামীকাল থেকে টানা ৪ দিন বন্ধ থাকবে দেশের বড় ব্যাঙ্কগুলি

ব্যাঙ্ক সংক্রান্ত কাজের জন্য আজকের পর ১ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে

Advertisement

বর্তমানের যুগে ব্যাঙ্ক পরিষেবা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অস্বীকার করা যায় না। মাঝে মাঝেই বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করতে মানুষ ব্যাঙ্কে যায়। কিন্তু হঠাৎ করে যদি ব্যাঙ্ক বন্ধ হয় তাহলে খুব সমস্যায় পরতে হয় সাধারণ মানুষকে। শেষ মুহূর্তে টাকার জোগাড় না হলে বড়ই অসহায় হয়ে পড়ে মানুষ। তাই সকলকে আগে থাকতে জেনে রাখা উচিত তার শহরে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে। সেই তথ্য থাকলে মানুষ আগে থাকতেই ব্যাংকে গিয়ে টাকার ব্যবস্থা করে রাখতে পারে। আর চলতি মাসের শেষে বেশ কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকায়, আজই আপনার কাজ সেরে নিন।

আপনার যদি ব্যাংক সংক্রান্ত কোনো কাজ থাকে তাহলে আজই সেরে ফেলুন। নতুবা আপনাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে কাজ শেষ করার জন্য। আসলে আগামীকাল, ২৮ জানুয়ারি শনিবার মাসের চতুর্থ শনিবার এবং তাতে ছুটি রয়েছে। তারপর, ২৯ জানুয়ারি রবিবার গোটা দেশজুড়ে ব্যাঙ্ক ছুটি থাকে। এরপর ৩০ ও ৩১ জানুয়ারি সোমবার ও মঙ্গলবার ব্যাঙ্ক ধর্মঘটের ঘোষণা করা হয়েছে। অর্থাৎ, ব্যাঙ্ক সংক্রান্ত কাজের জন্য আজকের পর ১ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিইউ) ৩০ জানুয়ারি থেকে ২ দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SBI গ্রাহকদের জানিয়ে দিয়েছে যে ৩০ এবং ৩১ জানুয়ারী ইউনিয়ন ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিইউ) দ্বারা ডাকা ২ দিনের ব্যাঙ্ক ধর্মঘটের কারণে কার্যকারিতা প্রভাবিত হতে পারে। এই ব্যাঙ্ক ধর্মঘটের কারণে দেশজুড়ে সমস্ত বড় বড় ব্যাঙ্কের কার্যক্রম প্রভাবিত হতে পারে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Back to top button