নিউজিল্যান্ডের বিপক্ষে চলমানরত ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের পারফরমেন্স নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন ক্রিকেটপ্রেমীরা। রাঁচিতে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে ২৫ রানের ব্যবধানে হারের মুখ দেখতে হয়েছে হার্দিক পান্ডিয়াদের। সেই কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের জন্য বাকি থাকা দুটি ম্যাচে জয় নিশ্চিত করতে হবে ইন্ডিয়ার। এমন পরিস্থিতিতে একাধিক ক্রিকেটারের উপর থেকে করুনার হাত তুলে নিতে পারেন ক্যাপ্টেন পান্ডিয়া।
প্রথম ম্যাচে একাধিক ক্রিকেটার নিজেদের ব্যর্থ প্রমাণিত করেছেন। যার মধ্যে যেমন রয়েছে একাধিক বোলার, পাশাপাশি সেই তালিকায় নাম লিখিয়েছেন একাধিক ব্যাটসম্যান। চলুন দেখে নেওয়া যাক, লখনউতে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ম্যাচে কোন ভারতীয় অপরাজীদের দল থেকে ছাঁটাই করতে পারেন হার্দিক পান্ডিয়া-
সিরিজের প্রথম ম্যাচে ১৫ রানের মধ্যে ভারতের টপ অর্ডারের ৩ ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। যেখানে শুভমান গিল, ঈশান কিষাণ এবং রাহুল ত্রিপাঠীর নাম বিদ্যমান। বিগত কয়েক বছর ধরে আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করলেও টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে পারেননি ঈশান কিষাণ। গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেছিলেন ঈশান কিষাণ, কিন্তু এরপর আর এই ফর্ম ধরে রাখতে পারেননি। ওপেনার হিসেবে নামা এই উইকেটরক্ষক ব্যাটসম্যান এরপর খেলেছেন ৩৭, ২, ১, ৫, অপরাজিত ৮, ১৭ ও ৪ রানের ইনিংস।
এর পাশাপাশি অলরাউন্ডার দীপক হুডাও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে। অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বল হাতে উমরান মালিকের পাশাপাশি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের রীতিমতো হতাশ করেছেন আরশদীপ সিং। এক কথায়, শেষ ওভারে ২৭ রান খরচ করে তিনি ভারতীয় দলকে একার হাতেই পরাজয়ের মুখে ঠেলে দেন। মনে করা হচ্ছে, আগামী ম্যাচে তার স্থানে ভারতীয় জার্সিতে অভিষেক হতে পারে উদীয়মান ক্রিকেটার মুকেশ কুমারের।