কথায় বলে, ভালোবাসা কোনরকম সীমারেখা মানে না। তাই এবার প্রেমিকের টানে সুইডেন থেকে ভারতে পাড়ি দিলেন একজন বিদেশীনি। দুজনের আলাপ হয়েছিল ফেসবুকে। সুইডেনের বাসিন্দা ক্রিস্টিন লেবার্টের সঙ্গে ভারতের উত্তর প্রদেশের পবন কুমারের এই সম্পর্কে রসায়ন নিয়ে শুরু হয়েছে চর্চা। ফেসবুকে আলাপের পর দুজনে সিদ্ধান্ত নেন বিয়ে করলে একে অপরকেই করবেন। সেই মতো উত্তরপ্রদেশের এটাহ শহরে দুজনের চার হাত এক হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের বহু সদস্য। ভারতীয় রীতি রেওয়াজ মেনেই সম্পন্ন হল বিয়ে। আর এই অনুষ্ঠানে একেবারে ভারতীয় বধুর সাজে সাজলেন ক্রিস্টিন।
জানা গিয়েছে ২০১২ সালে তাদের দুজনের মধ্যে আলাপ হয় ফেসবুক থেকে। তারপরে ফোনে কথা এবং ফেসবুক চ্যাটের মাধ্যমে দুজনের বন্ধুত্ব এগোতে শুরু করে। ভিডিও কল মারফত একে অপরের সাথে পরিচিত হন দুজনে। বছরের পর বছর ধরে এই বন্ধুত্ব পরিণত হয় প্রেমে।
ভারতে এসে প্রেমিকের সাথেই প্রথম তাজমহল দেখেন ওই তরুণী। বিশ্বের প্রেমের স্মারক তাজমহলের সামনে দাঁড়িয়ে দুজনে বিয়ের অঙ্গীকার করেন। এই বিবাহ নিয়ে ওই তরুণী জানিয়েছেন, “আমি এর আগেও ভারতে এসেছি। আমি এই দেশকে খুব ভালোবাসি। আমি এই বিয়ে নিয়ে খুবই খুশি।”