নিউজিল্যান্ডের বিপক্ষে চলমানরত টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে ভারতীয় বোলাররা নিউজিল্যান্ডের ধ্বংসাত্মক ব্যাটিংয়ের সামনে অসাধারণ পারফরম্যান্স করেছে। ভারতীয় বোলারদের দাপটে ২০ ওভার ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড মাত্র ৯৯ রান করতে সক্ষম হয়। ১০০ রানের ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়লাভ করলেও ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের তীব্র সমালোচনার শিকার হয়েছেন ভারতীয় অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ম্যাচে হার্দিক পান্ডিয়ার সিদ্ধান্তে রীতিমতো ক্ষিপ্ত হয়েছেন ভারতীয় প্রাক্তন ওপেনার। জয়ের পরেও এদিন গৌতম গম্ভীর বলেন,’দুর্দান্ত ফর্মে থাকার সত্ত্বেও কেন যুজবেন্দ্র চাহালকে দিয়ে মাত্র ২ ওভার বোলিং করালেন হার্দিক পান্ডিয়া? যেখানে আপনি জানেন, এই মুহূর্তে ভারতের জন্য চাহাল টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে সফল স্পিনার।’
গৌতম গম্ভীর আরও বলেন,’আপনি যদি চান পেস বোলাররা তাদের কোটা পূরণ করুক তবে সেটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। যুজবেন্দ্র চাহাল দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন। যখন আপনি দেখছেন লখনউয়ের পিচ স্পিনদের জন্য অত্যন্ত সহায়ক এবং প্রথমেই চাহাল একটি উইকেট পেয়েছেন সেখানে তাকে ফর্মে ফেরাতে আপনার উচিত ছিল তাকে সম্পূর্ণ কোটা বোলিং করতে দেওয়া।’
গৌতম গম্ভীর মনে করেন, যুজবেন্দ্র চাহাল এমন একজন বোলার যিনি ম্যাচের শুরুতেও বোলিং করতে পারেন আবার ইনিংসের শেষ ওভারেও বল হাতে সাবলীল। আপনাদের জানিয়ে রাখি, উক্ত ম্যাচে চাহাল ২ ওভার বোলিং করে মাত্র ৪ রাম খরচ করে একটি উইকেট দখল করেন। পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৯১ উইকেট নিয়ে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন চতুর চাহাল।