উত্তর ভারতে আবারো আবহাওয়ার বদল শুরু হয়েছে। জানুয়ারির শেষ সপ্তাহে প্রচন্ড রোদের কারণে মনে হয়েছিল উত্তর ভারত এবং পূর্ব ভারতে শীত প্রায় বিদায় নিয়েছে। কিন্তু আবারো ঠান্ডা বাতাসের কারণে আবহাওয়ার মেজাজ পাল্টে গিয়েছে পুরোপুরি। রাজধানী দিল্লি সহ গাঙ্গেয় সমতল ভূমিতে আবারো শীতের অনুভূতি। পশ্চিমী ঝঞ্ঝার কারণে সকাল সন্ধ্যা এবং রাতে বেশ ঠান্ডা পড়ছে, উত্তর ভারত এবং পূর্ব ভারতে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী একটি নতুন পশ্চিমীর ঝঞ্ঝা আসার কারণে উত্তর এবং পূর্ব ভারতের আবহাওয়া আবারও শীতল হয়ে উঠেছে। ইতিমধ্যেই হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে আবার তামিলনাড়ুর দক্ষিণ উপকূলে বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। দিল্লি এনসিআর উত্তর প্রদেশ বিহার রাজস্থান পাঞ্জাব পশ্চিমবঙ্গ এবং হরিয়ানায় আবহাওয়া শুষ্ক থাকলেও তাপমাত্রা অনেকটাই কম। বিস্তীর্ণ এলাকা জুড়ে ঠান্ডা বাতাস বইছে এই দিন। দিনের বেলায় রোদ থাকার কারণে শীত থেকে কিছুটা স্বস্তি পাওয়া গেলেও উত্তর ভারতের অনেক এলাকায় রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়েছে।
কলকাতার কথা বললে, গোটা দক্ষিণবঙ্গে আবারো ঠান্ডার স্পেল জমিয়ে চলছে। সর্বনিম্ন তাপমাত্রা এই মুহূর্তে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে। কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি থাকবে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ এই মুহূর্তে ৭১ শতাংশ। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ফের একবার তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। উত্তরবঙ্গে ঠান্ডা ইনিংস অব্যাহত। বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কম থাকতে পারে। ফলে এখনই যে শীত চলে যাচ্ছে সেটা বলা ভুল। অন্যদিকে আবার বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। ফলে বৃষ্টির সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।