বর্তমান যুগে দাঁড়িয়ে চুল পড়ে যাওয়ার সমস্যা অন্যতম একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে একাংশের মাঝে। ৩০ বছর হয়ে যাওয়ার পরে কিংবা আগে প্রোটিনের অভাবে, নিয়মিত ও পুষ্টিকর খাওয়া-দাওয়ার অভাবে, দূষণের মতো বিভিন্ন কারণে চুল পড়ে যেতে থাকে। আর সেই বিষয়টি যে একেবারেই সুখকর নয়, সেকথা আর আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তবে যদি ঘরোয়া উপায়ে এই সমস্যার সমাধান করা যায় তাহলে মন্দ হয় না। এই নিবন্ধে সেই প্রসঙ্গেই আলোচনা করা হবে।
চুলকে ঘন কালো মজবুত করতে কিংবা চুল পড়ার সমস্যা থেকে রক্ষা পেতে অন্যতম গুরুত্বপূর্ণ টোটকা চাল কিংবা ভাতের জল। প্রথমে চাল জলে কিছুক্ষণ ভিজিয়ে নিয়ে তারপর সেটিকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এরপর সেই জল বা ফ্যান ভালো করে ছেঁকে নিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। পরে সেটি কিছুটা ঘন হয়ে এলে ভালো করে লাগিয়ে নিতে হবে চুলে। উল্লেখ্য জাপান, চীন, দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক মহিলারা চুল বৃদ্ধির জন্য এটি বহু আগে থেকেই ব্যবহার করে আসছেন। ২০১০ সালে এই নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল, যেখানে এই সম্পর্কে লেখা ছিল বিস্তারিত।
এই চালের জল চুলে লাগিয়ে ২০ থেকে ২৫ মিনিট রেখে দিতে হবে। নির্ধারিত সময়ে অতিক্রান্ত হলে হালকা গরম জল দিয়ে ভালো করে শ্যাম্পু করে নিতে হবে চুলে। সপ্তাহে দুই থেকে তিনবার এটি চুলে প্রয়োগ করা যেতে পারে। এতে কমে চুল পড়ার সমস্যা। চুল ঘন, কালো, মজবুত হওয়ার পাশাপাশি হয় উজ্জ্বলও। চুলের ত্বক আগের থেকে হয় অনেক কোমল। পাশাপাশি দূর হয় খুশকির সমস্যাও। অতএব বলাই বাহুল্য, চুলের যত্ন নিতে অল্প খরচায় এই ঘরোয়া টোটকা খুবই কার্যকরী।