দিল্লি কিংবা কলকাতার মতো মেট্রোপলিটন শহরে এই মুহূর্তে এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার টাকার বেশি হলেও প্রায় ৭৬ লক্ষ পরিবারের জন্য রয়েছে একটা বড় সুখবর। প্রকৃতপক্ষে এখন রাজস্থানে বিপিএল এবং প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় অন্তর্ভুক্ত নিম্ন আয়ের গোষ্ঠীর প্রায় ৭৬ লক্ষ পরিবার মাত্র ৫০০ টাকায় গার্হস্থ গ্যাস সিলিন্ডার পেয়ে যেতে চলেছেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহেলোট রাজ্য বাজেট পেশ করার সময় এই তথ্য দিয়েছেন। সেই সঙ্গেই তিনি জানিয়ে দিয়েছেন এতে খরচ হবে মোট ১৫০০ কোটি টাকা। চলুন জেনে নেওয়া যাক এই মুহূর্তে দিল্লির মতো শহরে এবং অন্যান্য মেট্রো শহরে এলপিজি সিলিন্ডারের দাম কত।
এই মুহূর্তে ১৯ কেজি সিলিন্ডারের দাম দিল্লিতে ১৭৬৯ টাকা। কলকাতা এই মুহূর্তে ১৯ কেজি সিলিন্ডারের দাম ১৮৬৯.৫০ টাকা। মুম্বাইয়ে ১৯ কেজি সিলিন্ডারের দাম ১৭২১ টাকা। অন্যদিকে চেন্নাই এ ১৯ কেজি সিলিন্ডারের দাম ১৯১৭ টাকা। ১৪.২ কেজি সিলিন্ডারের দাম দিল্লিতে ১০৫৩ টাকা। কলকাতায় এই সিলিন্ডারের দাম ১০৭৯ টাকা। মুম্বাইয়ে এই সিলিন্ডারের দাম ১০৫২.৫০ টাকা। এবং চেন্নাইয়ে এই সিলিন্ডারের দাম ১০৬৮.৫০ টাকা।
ইন্ডিয়ান অয়েল ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানিয়ে রাখি দীর্ঘদিন ধরে ১৪.২ কেজি গার্হস্থ্য সিলিন্ডারের দাম পরিবর্তন হয়নি। শেষবার ১৪.২ কেজি সিলিন্ডারের দাম পরিবর্তন হয়েছিল ৬ জুলাই ২০২২। তারপর থেকে দেশে তেল কোম্পানিগুলি ১৯ কেজি সিলিন্ডারের দাম পরিবর্তন করলেও ১৪.২ কেজি সিলিন্ডারের দাম কোন পরিবর্তন করেনি।