IPL 2023: আমূল পরিবর্তন আইপিএলের নিয়মে! দেখে নিন, নতুন নিয়মে কবে কাদের বিরুদ্ধে ঝড় তুলবে কলকাতা নাইট রাইডার্স
আগামী ৩১ শে মার্চ গুজরাট এবং চেন্নাইয়ের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে আইপিএলের মেগা আসর। ২৮ শেষ মে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা ফাইনাল।
গতবারের মতো এ বছরও আইপিএলে একাধিক নিয়মের পরিবর্তন আনতে চলেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড। আসন্ন আইপিএলের মেগা আসরে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামতে চলেছে দশটি দল। তবে এবার প্রতিটি দল একে অন্যের বিরুদ্ধে দুটি করে ম্যাচ নয় বরং সেই নিয়মে বেশ কিছুটা রদবদল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আসন্ন আইপিএলে দলগুলিকে মোট দুটি গ্রুপে বিভক্ত করে ম্যাচ পরিচালনা করতে চলেছে বিসিসিআই।
আপনাদের জানিয়ে রাখি, আইপিএলে গ্রুপ ‘এ’-তে আছে মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়েন্টস। অন্যদিকে, ‘বি’ গ্রুপে রয়েছে চেন্নাই সুপার কিংস, রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, গুজরাট টাইটানস, পঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ।
আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী যে গ্রুপে যে দল রয়েছে তারা অন্য গ্রুপের পাঁচটি দলের বিপক্ষে মোট দুটি করে ম্যাচ খেলবে। তাছাড়া নিজের গ্রুপে বাকি থাকা চারটি দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে প্রত্যেকটি দল। অর্থাৎ গ্রুপ পর্যায়ে প্রত্যেকটি দল মোট ১৪ টি করে ম্যাচ খেলবে। আগামী ৩১ শে মার্চ গুজরাট এবং চেন্নাইয়ের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে আইপিএলের মেগা আসর। ২৮ শেষ মে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা ফাইনাল।
এক নজরে দেখে নিন কাদের বিরুদ্ধে কবে এবং ক’টি করে ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স?