রক্ষণাবেক্ষণ এবং মেরামতি সংক্রান্ত একাধিক জরুরী কাজের জন্য আজ শনিবার রাত ১১ টা থেকে আগামীকাল অর্থাৎ রবিবার সকাল ৯ টা পর্যন্ত শিয়ালদা স্টেশন ছাড়াও লাগোয়া একাধিক শাখায় ট্রেন চলাচল ব্যাহত হবে বলে জানিয়ে দিয়েছে ভারতীয় রেলওয়ে। এর মধ্যে শিয়ালদহ স্টেশনের একাধিক লাইনে এবং পয়েন্টের রক্ষণাবেক্ষণের জরুরী কাজ করা হবে। এই জন্যই মূলত রাত এগারোটা থেকে কাল সকাল ন’টা পর্যন্ত বেশকিছু লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ। জানিয়ে রাখা ভালো, যে ট্রেনগুলি বন্ধ সেগুলি সব কটি শিয়ালদা নর্থ লাইনের। অর্থাৎ দক্ষিণমুখী ট্রেন তেমনভাবে বন্ধ থাকছে না।
বনগাঁ, হাবরা, ডানকুনি, রানাঘাট, কল্যাণী সীমান্ত, ব্যারাকপুর এবং শান্তিপুর শাখায় এক জোড়া করে লোকাল ট্রেন বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণ পর্বে শিয়ালদহ স্টেশনের ৫ থেকে ১০ নম্বর প্লাটফর্ম পুরোপুরি বন্ধ থাকবে। এছাড়াও এই কাজের জন্য শিয়ালদামুখী একাধিক দূরপাল্লার ট্রেনের গতি কমিয়ে দেওয়া হবে। কাছাকাছি সময়ে নৈহাটি হালিশহরের তৃতীয় লাইনের ইন্টারলকিং, বালিগঞ্জ স্টেশনে পুরনো ফুটব্রিজ ভাঙ্গা এবং বারাসাত-হাসনাবাদ শাখার একাধিক স্টেশনে ফুট ব্রিজের স্ল্যাব পৌঁছে দেওয়ার কাজ চলবে। এই কারণে এই সমস্ত শাখাতে বিভিন্ন সময় ট্রেন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফ থেকে।
শিয়ালদহ দক্ষিণ শাখার বালিগঞ্জ স্টেশনে পুরনো ফুট ওভারব্রিজ ভাঙতে শনিবার রাত দশটা থেকে রবিবার সকাল ৮:৩৫ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হবে। এই কাজের জন্য বালিগঞ্জ স্টেশনের আপ এবং ডাউন কর্ডলাইন ছাড়াও এক নম্বর প্লাটফর্ম বন্ধ থাকবে। সেই সঙ্গে রবিবার সকালে একজোড়া বজবজ শিয়ালদহ এবং নৈহাটি শিয়ালদহ লোকাল বাতিল করা হয়েছে। এছাড়াও একজোড়া বজবজ-শিয়ালদহ লোকালকে শিয়ালদহ মেন এবং দক্ষিণ শাখা দিয়ে ঘুরে দেওয়া হয়েছে। তবে সোনারপুর, বারুইপুর, ক্যানিং এবং অন্যান্য শাখায় সকালে স্বাভাবিকভাবে ট্রেন চলবে।
বারাসাত হাসনাবাদ শাখার সন্ডালিয়া এবং লেবুতলা স্টেশনের মধ্যে বিভিন্ন ফুট ব্রিজের স্ল্যাব পৌঁছে দেবার কাজ চলবে শনিবার রাত এগারোটা থেকে রবিবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত। এই কারণে এই সময় স্টেশনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। এই কাজের জন্য বারাসাত হাসনাবাদ শাখার ৪০ টি ট্রেনের মধ্যে আটটি চলবে না। মূলত রবিবার ভোর এবং সকালের দিকে বেশকিছু ট্রেন বাতিল হচ্ছে। নৈহাটি থেকে হালিশহরের মধ্যে তৃতীয় লাইন চালু করার জন্য ইন্টারলকিং এর কাজ শুরু হয়েছে শুক্রবার রাত থেকে। এর জন্য রবিবার রাত্রে সাড়ে বারোটা থেকে ভোর তিনটে পর্যন্ত সংশ্লিষ্ট শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে। এই কারণে কয়েক জোড়া লোকাল বাতিল করা হয়েছে। তার পাশাপাশি শিয়ালদহ লালগোলা মেমু ট্রেন বাতিল করা হয়েছে।