গতকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা ছিল না। কিন্তু আজ শনিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। গোটা দিনে কলকাতায় মেঘলা আকাশ দেখা গিয়েছে। কলকাতার পাশাপাশি গোটা দক্ষিণ ২৪ পরগনাতে মেঘলা আকাশ দেখা গিয়েছে। এমনকি গোটা দিনজুড়ে দৃশ্যমানতা ছিল সাধারণের তুলনায় অনেকটাই কম। আর তাই দেখেই সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন যে শিবরাত্রির দিন কি তবে কলকাতাসহ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? কি বলছে আবহাওয়া দপ্তর? জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।
এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও কলকাতায় বৃষ্টিপাতের আপাতত কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে আজ সকালে সামান্য বেড়েছে শহর কলকাতার তাপমাত্রা। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস।
আপনাদের জানিয়ে রাখি আজ রাতে শুরু হবে রাজ্যজুড়ে শিবের আরাধনা। আর তার মাঝেই দেখা মিলছে মেঘলা আকাশের। দক্ষিণ ২৪ পরগনায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে আর কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দার্জিলিং ও কালিম্পং শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।