জীবনযাপন

Money Plant: মাস শুরু হলেই পকেট খালি হয়ে যায়? ঘরে মানি প্ল্যান্ট লাগান, রকেটের গতিতে টাকা আসতে শুরু করবে

বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে মানি প্ল্যান্ট বুধ এবং কুবের দেবের সাথে সম্পর্কিত

Advertisement

বিজ্ঞানের উন্নতির সাথে সাথে সাধারণ মানুষ আজকাল কুসংস্কারে বিশ্বাস না করে বিজ্ঞানের সহযোগিতায় জীবনযাপন করে থাকেন। তবে কুসংস্কারের না মানলেও সিংহভাগ মানুষ এখনও অব্দি বাস্তুশাস্ত্র মেনে চলেন। আসলে পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধির জন্য এই বাস্তুশাস্ত্র ব্যাপক প্রভাব ফেলে। আসলে রহস্যে মোরা এই বাস্তুশাস্ত্র যে কুসংস্কার নয় তার প্রমাণ মিলেছে অনেক দিন আগেই। এই বাস্তুশাস্ত্রে দৈনন্দিন জীবনে ভালো থাকার বিভিন্ন ধরনের উপায় রয়েছে। তার মধ্যে অন্যতম হল বাড়িতে মানিপ্লান্ট লাগানো যাতে আর্থিকভাবে সমৃদ্ধি বৃদ্ধি পায়। কিন্তু আপনি কি জানেন বাস্তুশাস্ত্র মতে ঘরের কোথায় বা কোন দিকে লাগাতে হয় মানিপ্লান্ট? না জানা থাকলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্যই।

বাস্তুশাস্ত্র মতে কথিত আছে বাড়িতে মানিপ্লান্ট থাকলে বাড়ির নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। এছাড়াও এই গাছের উপস্থিতিতে পরিবারে আর্থিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এমনকি পরিবারে অর্থ আসার পথ নিজে থেকেই খুলে যায়। মানি প্ল্যান্টের পাতা যেমন উপরের দিকে ওঠে, তেমনি পরিবারের অর্থনৈতিক স্তরও বৃদ্ধি পায়। কিন্তু কোথায় লাগাবেন এই গাছ? বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে মানি প্ল্যান্ট বুধ এবং কুবের দেবের সাথে সম্পর্কিত। এই কারণেই বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে মানিপ্ল্যান্ট লাগানো খুব শুভ বলে মনে করা হয়। কথিত আছে যে এই দিকে মানিপ্ল্যান্ট লাগালে ঘরে ইতিবাচক শক্তির সঞ্চালন বাড়ে এবং পরিবারে সুখ ও সমৃদ্ধি আসে। এতে পরিবারের সদস্যদের উন্নতির পথ খুলে যায় এবং তারা জীবনে অনেক সাফল্য পান।

তবে আপনাদের এটা জানিয়ে রাখি যে ঘরে শুধুমাত্র মানিপ্ল্যান্ট লাগালেই চলবে না। এই গাছ লাগানোর পর করতে হবে তার অনেক যত্ন। এর জন্য মানি প্ল্যান্টের শিকড়ে দুধ মিশ্রিত জল ঢালতে হবে। এই পানিতে দুধের পরিমাণ বেশি থাকায় গাছের পুষ্টি ভালো হয় এবং তা দ্রুত উপরে উঠে যায়, ফলে পরিবারের সমৃদ্ধির গ্রাফও আপনাআপনি বাড়তে থাকে। এছাড়া এই কাজ সবসময় পরিষ্কার জায়গায় লাগাতে হবে এবং এর পাশাপাশি নোংরা রাখা বা জুতো খোলা চলবে না। এই গাছ শুকিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে পরিবারে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।

Related Articles

Back to top button