গান্ধীজী ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ একটি ব্যক্তিত্ব। রবীন্দ্রনাথ তার সৃষ্টির জন্য নোবেল পেয়েছিলেন। পরবর্তীকালে অবশ্য অমর্ত্য সেন মাদারটেরেজা প্রত্যেকেই নোবেল পান। কিন্তু গান্ধীজিকে কেন নোবেল দেওয়া হয়নি , সে বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে মতানৈক্য আছে।
বিশ্বের সবচেয়ে মর্যাদাবান এ নোবেল পুরস্কার দেওয়ার জন্য তার নাম পাঁচবার মনোনয়ন দেওয়া হয়। প্রতিবারই বিশ্ববাসী আশা করেছিলেন মহাত্মা গান্ধীকে এই পুরস্কার দেওয়া হবে কিন্তু খোঁড়া যুক্তি তুলে পাঁচবার তাকে পুরস্কারে ভূষিত করা হয়নি। গান্ধী দুনিয়াজুড়ে শান্তির অবতার হিসেবে সবার শ্রদ্ধা পেলেও নোবেল ফাউন্ডেশনের বিদগ্ধ গুণীজনদের মন তিনি পাননি। মহাত্মা গান্ধীর 138 তম জন্মবার্ষিকী উপলক্ষে নোবেল ফাউন্ডেশন এর জন্য তার মৃত্যুর পর বলেছেন নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হলেও বিশেষ কারণে গান্ধীকে বিশ্বের সবচেয়ে মর্যাদাবান শান্তি পুরস্কার দেওয়া হয়নি। এই এই বিষয়ে খুবই অদ্ভূত এক কারণ তারা বলেছেন এখানে নোবেল ফাউন্ডেশন বুঝতেই পারেনি গান্ধী একজন রাজনীতিবিদ নাকি একজন মানবাধিকারকর্মী। আর এই জন্যই নাকি তাকে নোবেল দেওয়া হয়নি। এজন্য এখনো আফসোস করছেন নোবেল পুরস্কার কমিটির এই কর্মকর্তা। তিনি বলেছেন আমরা একজন অনন্য সাধারণ মানুষকে চূড়ান্ত পুরস্কৃত করার সুযোগ থেকে হারিয়েছি।
Written by – শ্রেয়া চ্যাটার্জি