ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। ভারতীয় রেল বর্তমানে দেশবাসীর কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের নতুন নতুন অত্যাধুনিক প্রযুক্তি আনছে। আর তার উদাহরণ হল গোটা ভারতে বন্দে ভারত ট্রেনের রুট চালু করা। সাধ্যের মধ্যে খরচ করে ভারতীয় রেলওয়ে ব্যবহার করতে পছন্দ করেন সকলেই। যাতায়াতের পাশাপাশি অনেকেই দূরপাল্লার ট্রেনের লাগেজ ডিপার্টমেন্ট ব্যবহার করে থাকেন, মূল্যবান জিনিস নিয়ে যাওয়ার জন্য। তবে প্রায় দূরপাল্লার ট্রেনে লাগেজ কম্পার্টমেন্টের তালা ভেঙে যাত্রীদের মূল্যবান জিনিস চুরির ঘটনা ঘটে থাকে। এবার এই সমস্যা সমাধানের জন্য নতুন ব্যবস্থা আনছে ভারতীয় রেল।
রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ট্রেনে মালপত্র চুরি রোধে রেলওয়ে দীর্ঘদিন ধরেই বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে। কিন্তু এখনও পার্সেল চুরির অনেক ঘটনা সামনে আসছে। তাই রেলওয়ে এখন এর জন্য নিখুঁত ব্যবস্থা নিচ্ছে। পার্সেল চুরির বেশিরভাগ ঘটনাই বেশি হয় দূরপাল্লার ট্রেনে, যেখানে অনেক সময় চোরেরা পার্সেল গাড়ির লক কেটে লাখ লাখ টাকার মালপত্র চুরি করতে সফল হয়। এবার ভারতীয় রেলওয়ে ট্রেনে পণ্য চুরি রোধ করতে OTP ভিত্তিক ডিজিটাল লকিং সিস্টেম চালু করতে চলেছে, যাতে ট্রেন থেকে চুরির ঘটনা এড়ানো যায়। অ্যাপ ভিত্তিক ডিজিটাল স্মার্ট লকিং সিস্টেম যাত্রীদের লাগেজ এবং পার্সেল চুরি রোধ করবে ১০০ শতাংশ।
তবে কি এই ডিজিটাল লকিং সিস্টেম? ডিজিটাল লকিং সিস্টেম একটি OTP ভিত্তিক লকিং সিস্টেম হবে, যা শুধুমাত্র নির্দিষ্ট স্টেশনে খোলা যাবে। এই স্মার্ট লকিং সিস্টেমটি জিও ম্যাপিংয়ের উপর ভিত্তি করে তৈরি করা হবে, যার কারণে স্থান এবং তথ্য টেম্পারিংয়ের ঘটনা হলে, তা সাথে সাথেই জানা যাবে। যাত্রীদের লাগেজ রাখার সময় থেকে যে স্টেশনে লাগেজ ফেরত নেওয়া হবে, সেই স্টেশনের কোড এবং ওটিপি ঠিক করা হবে। ওই নির্দিষ্ট ওয়ান টাইম পাসওয়ার্ড ছাড়া পার্সেলের লক খুলবে না। ইতিমধ্যেই এই স্মার্ট ডিজিটাল লকিং সিস্টেমের ট্রায়াল শুরু হয়ে গিয়েছে। এই ব্যবস্থা চালু হয়ে গেলে দূরপাল্লার ট্রেনে নির্দ্বিধায় এক জায়গা থেকে অন্য জায়গায় মহামূল্যবান পার্সেল পাঠাতে পারবেন।