এ যেন উল্টো কচু গলা ধরলো। পুলিশের কাছে সাহায্য চেয়ে বিপদে পড়লেন ভারতের ওপেনিং ব্যাটসম্যান পৃথ্বী শ। বর্তমানে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে। তবে এই সিরিজে ভারতীয় দলে সুযোগ পাননি বিধ্বংসী ওপেনার পৃথ্বী শ। ফলে বন্ধুদের সাথে এদিন কিছুটা সময় উপভোগ করতে বাইরে বেরিয়ে ছিলেন তিনি। এক সময় মুম্বাইয়ের এক পাঁচ তারকা হোটেলে বন্ধুদের সাথে ডিনার করতে যান তিনি। আর সেখানে গিয়েই বিরাট ঝামেলায় জড়িয়ে পড়েন ভারতীয় এই ক্রিকেটার।
পুলিশের কাছে দেওয়া বয়ান অনুসারে, বন্ধুদের সাথে যখন তিনি রেস্টুরেন্টে ডিনার খেতে যান তখন কয়েকজন ফ্যান এসে তার সাথে ছবি তোলার বায়না করেন। ফ্যানদের ইচ্ছা পূরণের জন্য তাদের সাথে কয়েকটি ছবি তুললেও আরও ছবি তোলার জন্য নাকি তারা বায়না করতে থাকেন। এমন পরিস্থিতিতে সেখানে শোরগোলের সৃষ্টি হলে হোটেলের ম্যানেজার এসে স্বপ্না গিল নামে এক ভোজপুরি অভিনেত্রী সহ তাদের বাকি সাত বন্ধুকে রেস্টুরেন্টের বাইরে বের করে দেন।
পৃথ্বী শ তার দেওয়া বয়ানে আরও বলেন, যখন তিনি এবং তার বন্ধুরা ডিনার খেয়ে বাড়ি ফেরার জন্য রেস্টুরেন্ট থেকে বের হন তখন তাদের ওপর হামলা চালান ওই অভিনেত্রী সহ তার বন্ধুরা। এরপরে তার গাড়ির কাঁচ ভেঙে যায়। উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটারের অভিযোগের উপর নির্ভর করে স্বপ্না গিল নামে ওই অভিনেত্রী সহ বাকি বন্ধুদের নামে FIR দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের সময় ওই অভিনেত্রীকে গ্রেপ্তার করে জেল হেফাজতে নেওয়ার জন্য আদালতের কাছে আরজি জানানো হয়।
তবে অভিনেত্রীর উকিল এই ঘটনা পুরোপুরি সাজানো বলে দাবি করে আদালতের কাছে জামিন চান। দু’পক্ষের সওয়াল-জবাবের পর স্বপ্নাদের জামিনের আর্জি খারিজ করে দেয় আন্ধেরির ম্যাজিস্ট্রেট কোর্ট। পাশাপাশি স্বপ্না সহ বাকি বন্ধুদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। তবে দ্বিতীয়বার স্বপ্নার উকিলের তরফ থেকে জামিনের আবেদন করা হলে সেই আর্জি মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট। এরপর ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি। ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ-র বিরুদ্ধে দণ্ডবিধির ৩৫৪ ধারা, ৫০৯ ধারা, ৩৫১ ধারা, ৩২৪ ধারা, ৩২৩ ধারা এবং অন্যান্য ধারায় পৃথ্বী শ-এর উপর মামলা করেন ওই ভোজপুরী অভিনেত্রী।