চলতি বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওডিআই বিশ্বকাপের মেগা আসর। ইতিমধ্যে বিশ্বকাপ শুরুর সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। আর এর মধ্যেই ভারতের মাটিতে এসে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এদিন পাকিস্তানের মিডিয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে বাবর আজম বলেন, “চলতি বছর আমার প্রথম লক্ষ্য হলো পাকিস্তান সুপার লিগে সেঞ্চুরি করা এবং দ্বিতীয় লক্ষ্য ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ জয় করা।”
পাক মিডিয়ায় দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে ২৮ বছর বয়সী তারকা ক্রিকেটার নিজের স্বপ্নের কথা উপস্থাপন করেছেন। তিনি বলেন,’ইতিমধ্যে আমি অনেক কিছু অর্জন করেছি এবং ভবিষ্যতে আরও অনেক কিছু অর্জন করতে চাই। তবে তার মধ্যে চলতি বছর পিএসএলে শত রানের পাশাপাশি শিরোপা জয় এবং ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ জিততে চাই। আমি চাই, এই বছর আমার দেশ চ্যাম্পিয়ন হোক এবং আমরা বিশ্ব ক্রিকেটে সেরা শিরোপা অর্জন করি।’
এই মর্মে আমরা আপনাদের জানিয়ে রাখি, ২০১১ সালের পর পাকিস্তান ক্রিকেট টিম ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর যোগ্যতা অর্জন করতে পারেনি। ইতিপূর্বে, ২০১১ সালের ওডিআই বিশ্বকাপে সেমিফাইনালে ভারতের কাছে হেরে বাড়ি ফেরার টিকিট কেটেছিল পাকিস্তান এবং সেই বছর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া।
তবে বিগত কয়েক বছরে ধরে দুর্দান্ত ফর্মে রয়েছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ইতিমধ্যে পৃথিবীর সেরা খেলোয়ারদের তালিকায় নাম লিখেছেন তিনি। ২০২২ সালে ওডিআই ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের জন্য আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন তিনি। ফলে তার নেতৃত্বে আসন্ন ওডিআই বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দল যে ভালো পারফরম্যান্স করতে পারে তার ইঙ্গিত দিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরাও।