জীবনযাপনস্বাস্থ্য ও ফিটনেস

কিভাবে বুঝবেন জরায়ুতে ক্যান্সার ? সতর্ক হয়ে যান এই উপসর্গগুলি দেখে

Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : সারা বিশ্বে মেয়েদের স্তন ক্যান্সারের সংখ্যা বেড়েই চলেছে। তবে জরায়ুতে ক্যান্সারও বর্তমানে হাজার হাজার মহিলাদের মধ্যে দেখা যাচ্ছে। সচেতনতার অভাবে বা লজ্জার কারণে অনেকেই এই রোগের পরীক্ষা করাতে চান না। যার ফলে এই রোগটি চরম আকার ধারণ করে। সাইলেন্ট কিলার নামে অভিহিত এই রোগটি ৫০ বছর বয়সী মহিলাদের বেশি দেখা যায়। তবে যে কোনো বয়সের নারীরাই এই রোগে আক্রান্ত হতে পারে। এই রোগের লক্ষণগুলি অনেকেই বুঝতে পারে না।

তবে আসুন দেখে নিই এই রোগের কিছু লক্ষণ–

১) এই রোগটি হলে পেট ফুলে থাকে এবং পেটে অসহ্য যন্ত্রণা অনুভূত হয়।

২) জরায়ুতে ক্যান্সার হলে মহিলাদের খিদে কমে যায়।

৩) খিদে কমে যাওয়ার পাশাপাশি শরীর ক্লান্ত হয়ে পড়ে।

৪) যৌনাঙ্গের চারপাশে চাপ অনুভূত হয় এবং খুব ঘন ঘন প্রস্রাবের বেগ আসে।

৫) কোনো কোনো সময় ওজন খুব বেড়ে যায়। আবার কোনো কোনো সময় ওজন কমে যায়।

৬) বমি ভাব সর্বদা অনুভূত হয়। আবার বমিও হয়।

৭) পেটের কিছু অসুখ যেমন বদহজম, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি রোগ হলে জরায়ুর ক্যান্সারের সম্ভাবনা থাকে।

৮) যৌন মিলনের পর ব্যাথা অনুভূত হতে পারে।

৯) মহিলাদের ঋতুচক্র এর সময় অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে।

Related Articles

Back to top button