খেলাক্রিকেট

Virat Kohli: মুম্বাইয়ে বিলাসমূল বাংলো কিনলেন কোহলি, যে টাকায় কিনতে পারতেন ১০০টি গাড়ি!

এই মুহূর্তে ভারতীয় দলের সাথে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে বিরাট কোহলি।

Advertisement

ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি এই মুহূর্তে সংবাদ শিরোনামে রয়েছেন। আসলে, সম্প্রতি ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি মুম্বাইয়ে একটি বিলাস বহুল বাংলো কিনেছেন। জানা গেছে মুম্বাইয়ের আলিবাগে বিলাসবহুল এই বাংলোটি কিনেছেন তিনি। জানলে অবাক হবেন, বিলাস বহুল এটি বাংলোটি 2000 বর্গফুট অঞ্চল জুড়ে বিস্তৃত। বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত রয়েছেন বিরাট কোহলি। এমন পরিস্থিতিতে বাংলোর রেজিস্ট্রি সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেছেন তার দাদা বিকাশ কোহলি। 

এটাই বিরাট কোহলির প্রথম বাংলো নয়, ইতিপূর্বে ২০২২ সালে এই একই অঞ্চলে 36,059 বর্গফুটের একটি খামারবাড়ি ক্রয় করেছিলেন ভারতীয় ক্রিকেটার। সেই সময় জানানো হয়েছিল, ওই খামারবাড়ি নিজের করে পেতে বিরাট কোহলি 20 কোটি টাকা খরচ করেছেন। সম্প্রতি যে বাংলোটি তিনি ক্রয় করেছেন, ধারণা করা হচ্ছে সেটি না কিনে ওই পরিমাণ টাকা দিয়ে 100টি নতুন গাড়ি কিনতে পারতেন বিরাট কোহলি। অবাক হচ্ছেন? হ্যাঁ, সম্প্রতি এই বাংলোটি ক্রয় করতে 6 কোটি টাকা খরচ করেছেন বিরাট কোহলি! এই দামে, ভারতে WagonR, Celerio, Kwid-এর মত 100টি ছোট গাড়ি কিনতে পারতেন তিনি।

আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে ভারতীয় দলের সাথে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে বিরাট কোহলি। যদিও সিরিজের প্রথম দুটি ম্যাচে নিজেকে পুরোপুরি ভাবে মেলে ধরতে পারেননি তিনি। তবে চলতি সিরিজের প্রথম দুটি ম্যাচে বিশাল ব্যবধানে স্বাগতিকদের পরাজিত করেছে টিম ইন্ডিয়া। আগামী ১লা মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট খেলতে ইন্দোরের মাটিতে মাঠে নামবে বিরাট কোহলিরা। উল্লেখ্য, চলমান রত টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-০ ব্যবধানে পরাজিত করলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় চলতি বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাবে ভারত।

Related Articles

Back to top button