এসবিআই দেশের সবথেকে বড় সরকারি ব্যাংক এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এরা কিছু আলাদা নিয়মের মাধ্যমে গ্রাহকদের সুবিধা দিয়ে থাকে। অন্যসব ব্যাংকের সঙ্গে এর নিয়ম অনেকটাই আলাদা। এবার এসবিআই গ্রাহকদের জন্য নিয়ে আসতে চলেছে নতুন সুবিধা।
এনইএফটি ও আরটিজিএস লেনদেন শাখায় গিয়ে করলে আগে যা চার্জ লাগতো এখন তার থেকে কম চার্জ লাগবে এসবিআইতে।তবে নতুন চেক বুক পাওয়া সহ আরও কিছুক্ষেত্রে বাড়ানো হয়েছে খরচ। এছাড়া ব্যাংকের শাখায় টাকা তোলার খরচও বাড়ানো হয়েছে। এফবিআই রেপো রেটের ওপর ভিত্তি করে ঋণে সুদ স্থির করার ব্যাবস্থা চালু করেছে। তবে এসএমএস ব্যাংকিং পরিসেবায় চার্জ বাড়ছে না।