দোল এবং হোলি উৎসবে এবারে উষ্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে সারা ভারতে। কলকাতা তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মার্চের শুরু থেকেই আবহাওয়ার বদল চলছে এবং তার জেরে দক্ষিণবঙ্গে যে বৃষ্টির সম্ভাবনা নেই সেটা বলাই বাহুল্য। আগামী ৪৮ ঘন্টা একই রকম তাপমাত্রা বিরাজ করবে দক্ষিণবঙ্গে। মার্চের শুরু থেকে বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা। মার্চের প্রথম সপ্তাহে ৩৫° সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে কলকাতার তাপমাত্রা। জেলায় জেলায় আবহাওয়ার বদল শুরু হতে পারে মার্চের শুরু দিক থেকে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির এই মুহূর্তে তেমন কোন সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিন তেমন একটা বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের কোন জেলায়। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে অত্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীন। অন্যদিকে দার্জিলিং এবং কালিম্পং বাদে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কলকাতায় থাকবে আংশিক মেঘলা আকাশ। আগামী ২৪ ঘন্টায় একই রকম আবহাওয়া থাকবে। বুধবার থেকে আবহাওয়ার কিছুটা বদল হবে। পূবালী হবার দাপট বাড়বে এবং জলীয় বাষ্প ঢোকায় আদ্রতা জনিত অস্বস্তি বাড়তে শুরু করবে।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক থেকে ছিল ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকালের তাপমাত্রা ছিল ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৪৯ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আজ মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি। উত্তর-পূর্ব বিহার সংলগ্ন একটি এলাকায় একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যে বিরাজ করছে।