বিনোদ পাল: মঙ্গলবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিজেপি সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এন আর সি নিয়ে যে কথা বলেছেন ঠিক তার পরিপ্রেক্ষিতেই পাল্টা জবাব ও দেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি বলেন, ‘অমিত শাহ বাংলায় এসে বিভ্রান্তি ছড়াচ্ছেন, আতঙ্ক ছড়াচ্ছেন৷’। বাংলার মানুষ এইরকম আচরণের জন্য তাঁকে ক্ষমা করবে না।
তিনি বলেন অমিত শাহ বাংলায় এসে রীতিমত আতঙ্কিত করছে মানুষদের। তাঁর মতে, বাংলার মানুষ যখন পুজোর আমেজে মেতে উঠেছেন ঠিক তখনই অমিত শাহ এসে এন আর সি নিয়ে হুংকার ছাড়ছেন। তিনি তাঁর বক্তব্যের সমালোচনা করে বলেন, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব প্রদানের যে ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন, তা আদৌ সংবিধান সম্মত কিনা?
তিনি তাঁকে আমন্ত্রণ করেন, শারদীয় উৎসবে বাংলায় এসে বাংলার ঐতিহ্য দেখে যাওয়ার জন্য৷ এদিন সাথেসাথেই রাজ্যের অর্থমন্ত্রী অমিত শাহ এর বক্তব্যের চরম নিন্দা করেন এবং আরো বলেন তিনি যা বলেছেন সম্পূর্ন ভুল।