মহালয়ার আগে লাগাতার বৃষ্টিতে মন্ডপের কাজ করতে খুবই সমস্যায় পড়তে হয়েছিল বড় পুজোর সাথে যুক্ত কলাকুশলীদের। ঠিক সময়ে মন্ডপের কাজ শেষ করা নিয়ে দুশ্চিন্তায় কাটাতে হয়েছে সেই দিনগুলো। তবে তারপর আকাশ থেকে কালো মেঘ সরে গিয়ে সূর্যরশ্মি যত প্রকট হয়েছে মুখের হাসি তত চওড়া হয়েছে বিগ বাজেটের পুজো উদ্যোক্তাদের।
সেই হাসি দীর্ঘস্থায়ী হলো না, বৃহস্পতিবার মহাপঞ্চমীর সকালে আবার বৃষ্টির দেখা মিললো শহর জুড়ে। আকাশের অবস্থা দেখে পুজো উদ্যোক্তা থেকে বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত কর্মচারীদের কপালের ভাঁজ চওড়া হয়েছে। সাধারণ মানুষের মনে আশঙ্কার সৃষ্টি হয়েছে। সকাল থেকে দফায় দফায় বৃষ্টি দুশ্চিন্তা বাড়িয়েছে সকলের।
বৃহস্পতিবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে শহরের বিভিন্ন প্রান্ত। দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে সমানে বৃষ্টি হয়ে চলেছে। সারাদিন মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। রাজ্য জুড়ে আজ সকাল ৭ টা পর্যন্ত হওয়া বৃষ্টির মোট পরিমাণ ৫.৯ মিলিমিটার। আলিপুর আবহাওয়া দপ্তর এক পূর্বাভাসে জানিয়েছে, আজ, বৃহস্পতিবার সকাল থেকে আকাশ মেঘলা থাকবে ও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।