আবারো শুরু হলো আবহাওয়ার উল্টোপাল্টা খেলা। আগামী কয়েকদিন থেকে আবারো কলকাতা এবং সারা দেশে পরিবর্তন হতে চলেছে আবহাওয়া। মৌসম ভবন বলছে, আগামী কয়েকদিনের মধ্যে রাজস্থান ও গুজরাটের বেশ কিছু জায়গায় গরমের কারণে জীবন দুর্বিসহ হওয়ার সম্ভাবনা আছে। আবার কিছু জায়গায় বৃষ্টির স্বস্তি নেমে আসার সম্ভাবনাও আছে। ভারতের আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা অনুসারে আগামী ২ দিনের মধ্যেই পাঞ্জাব, রাজস্থান ও গুজরাটের একটি বড়ো জায়গায় বৃষ্টি হতে পারে।
বৃষ্টি ও বজ্রঝড়ের কারণে কয়েকটি জেলায় প্রবল বাতাস বইতে পারে। সেই কারণে একটা সময় পর্যন্ত গরম থেকে রেহাই মিললেও এই রেহাই খুব একটা বেশি সময়ের জন্য হবেনা। মার্চের দ্বিতীয় পাক্ষিকে রাজস্থান ও গুজরাটের একাধিক জায়গায় আবারো তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে। মূলত ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স এই আবহাওয়া পরিবর্তনের আসল কারণ। জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান-মুজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে ৪ মার্চ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তরাখন্ড এবং পাঞ্জাবে ৪ মার্চ অবধি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা। এরপরে এইসব এলাকায় আবারো শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ ও ৪ মার্চ উত্তরপ্রদেশে শক্তিশালী বাতাস বয়ার সম্ভাবনা আছে। মহারাষ্ট্র, দক্ষিণ মধ্যপ্রদেশ এবং গুজরাত ভিজতে চলেছে বৃষ্টিতে। পশ্চিম মধ্যপ্রদেশের একাধিক জায়গায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আছে ৪ ও ৫ মার্চ। যদিও পূর্ব মধ্যপ্রদেশে ৫ ও ৬ মার্চ বিদর্ভে বৃষ্টির সম্ভাবনা আছে। ঘণ্টায় ৪০-৪৫ কিলোমিটার থেকে প্রতি ঘণ্টায় ৫৫ কিমি পর্যন্ত দমকা হাওয়া চলতে পারে এই এলাকাগুলিতে।