এই প্রথম দুর্গা পূজার উদ্বোধনে বাংলায় এসেছেন বিজেপির রাজ্য সভাপতি অমিত শাহ। গতকাল নিউটাউনে একটি দুর্গা পূজার উদ্বোধনে যোগ দেন তিনি। একই সাথে নেতাজী ইন্ডোরে একটি সভায় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেনাপতি। বিজেপি সদস্যদের উপস্থিতিতে এদিন এনআরসি বিষয়ক একটি বক্তব্য রাখেন তিনি। সেখানেই বাংলায় এনআরসি নিয়ে বেশি কথা বলতে নিষেধ করেন বিজেপির রাজ্য নেতৃত্বকে। একই সাথে তিনি মনে করিয়ে দেন, বাংলাদেশ থেকে আগত হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, জৈন, পাঞ্জাবী ধর্মের মানুষদের শরণার্থীর স্বীকৃতি দিয়েছে সরকার।
এরপরই কড়া ভাষায় অমিত শাহকে জবাব দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নেতাজী ইন্ডোর থেকে দুর্গা পূজা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। তারই উত্তরে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘পুজোয় আনন্দ করতে এসো, বিভেদ ছড়াতে এসো না। ঐক্য ভাঙতে এসো না।’ গতকাল বিকেলে খিদিরপুরে একটি পুজোর উদ্বোধন করতে গিয়ে অমিত শাহের কটাক্ষের জবাবে মুখ্যমন্ত্রী বলেন ‘বাংলার মাটি সোনার চেয়ে খাঁটি। বাংলায় সব ধর্ম-বর্ণের মানুষ মিলিতভাবে উৎসবে সামিল হন। বিভেদ ছড়াতে এসো না।’