বর্তমান যুগে দাড়িয়ে কর্মব্যস্ততার জন্য সবসময় ত্বকের সঠিকভাবে যত্ন নেওয়া সম্ভব হয় না। যার ফলস্বরূপ ত্বকের একাধিক দীর্ঘমেয়াদী সমস্যার সৃষ্টি হয়। বিশেষ করে দূষণের কারণে ত্বক হারায় নিজের স্বাভাবিক উজ্জ্বলতা। আর সেই উজ্জ্বলতাকে ফিরিয়ে আনতে কিংবা ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে বেশিরভাগ মানুষই ভিড় জমান পার্লারে। তবে সেখানে ত্বকের যত্ন নিতে ব্যবহার করা হয় বিভিন্ন রাসায়নিক পদার্থ যুক্ত উপাদান, যা সবসময় উপকারী হয় না ত্বকের জন্য। তবে যদি অল্প কিছুক্ষণ সময় বার করা যায় তাহলে, এই সমস্যার সমাধান সম্ভব ঘরোয়া ভাবেই।
ভাতের ফ্যানেই রয়েছে সমস্যার সমাধান। কি অবাক হচ্ছেন? আসলে ভাতের ফ্যানে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম, অ্যান্টি-অক্সিডেন্টের মত উপাদান বর্তমান থাকে, যা খুব স্বাভাবিকভাবেই ত্বককে ভেতর থেকে সুস্থ রাখে। ফিরিয়ে আনে ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা। দূর করে দীর্ঘমেয়াদী ব্রণর সমস্যাও।
১) ভাতের ফ্যান ও হলুদ-
একটি পাত্রে আধ কাপ ভাতের ফ্যান ও এক চা চামচ হলুদ গুঁড়ো নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার সেই ঘন প্রলেপ গোটা মুখে ভালো করে মেখে নিন। ২০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন মুখ। বেশ কয়েকবার এই প্রলেপ ব্যবহার করলেই তফাৎ চোখে পড়বে নিজেরই।
আসলে এই ফেসমাস্ক ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সহায়তা করে থাকে। ভাতের ফ্যানের পাশাপাশি হলুদে উপস্থিত কারকিউমিন ত্বককে এক্সফোলিয়েট করে ফলে ব্রণর সমস্যা নির্মূল হয়।
২) ভাতের ফ্যান ও লেবু-
একটি পাত্রে আধ কাপ ভাতের ফ্যানের সাথে অর্ধেক পাতিলেবুর রস ভালো করে মিশিয়ে নিয়ে সেটি ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন মুখ। ভাতের ফ্যান ও পাতিলেবুতে উপস্থিত ভিটামিন সি ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনে। পাশাপাশি ট্যানিংয়ের সমস্যা থেকে রেহাই দেয়।
৩) ভাতের ফ্যান ও অ্যালোভেরা জেল-
একটি পাত্রে আধ কাপ ভেজানো কাঁচা চাল ও পরিমাণমতো অ্যালোভেরা জেল নিয়ে ভালো করে মিশিয়ে সেটি ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ভালো করে ধুয়ে ফেলুন মুখ। ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনার পাশাপাশি ব্রণর মতো দীর্ঘমেয়াদী সমস্যাও দূর করতে সহায়তা করে এটি।