Government scheme: সরকারি প্রকল্পে বিনিয়োগ করবেন ভাবছেন? জেনে নিন কোন কোন প্রকল্পে মিলছে উচ্চ সুদের হার?
২০২৩ সালের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ করার ঘোষণা করেছিলেন
বেতনভুক কর্মচারীদের ক্ষেত্রে বিনিয়োগের জন্য স্মল সেভিংস স্কিম সব সময় বেশ দারুণ। এতে আপনারা ট্যাক্স সেভিং এর সুবিধার পাশাপাশি দুর্দান্ত রিটার্ন পেয়ে যান। এমনকি ব্যাংকের ফিক্সড ডিপোজিট এর তুলনায় এই সমস্ত স্কিম আরো ভালো রিটার্ন প্রদান করে থাকে। ২০২৩ সালের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ডিপোজিট লিমিট দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে আবার মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট নামের একটি নতুন স্মল সেভিংস স্কিম চালু করার কথা ঘোষণা করেছেন নির্মলা সীতারমন। আগামী ৩১ মার্চ যে ত্রৈমাসিক শেষ হচ্ছে, সেই অনুযায়ী এমন জনপ্রিয় কিছু স্মল সেভিংস স্কিমের বিষয়ে আলোচনা করা যাক, যেখানে আপনি উচ্চ হারে সুদ পেতে পারবেন।
১. সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম – কেন্দ্রীয় সরকার দ্বারা সমর্থিত এই সেভিংস স্কিম ষাটোর্ধ্ব নাগরিকদের জন্য তৈরি করা হয়েছে। এই সেভিংস স্কিমে সুদের হার ৮% এবং এর মেয়াদ পাঁচ বছর। তবে মেয়র প্রতি হবার পরে এর মেয়াদ আরো তিন বছর পর্যন্ত বৃদ্ধি করা যায়। অর্থাৎ আপনারা আট বছর পর্যন্ত টানা বিনিয়োগ রাখতে পারেন এই প্রকল্পে।
২. সুকন্যা সমৃদ্ধি যোজনা – এটিও কেন্দ্রীয় সরকার সমর্থিত একটি স্মল সেভিংস স্কিম। প্রধানত কন্যা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা করার জন্যই এই প্রকল্প চালু করা হয়েছে এবং এই প্রকল্পের সুদে4 হার ৭.৬%।
৩. কিষান বিকাশ পত্র – ভারতীয় ডাক বিভাগ বা ইন্ডিয়ান পোস্ট অফিস মূলত এই প্রকল্পের সুবিধা প্রদান করে থাকে। এটি একেবারে ঝুঁকিবিহীন একটি বিনিয়োগের জায়গা এবং দেশের অধিকাংশ মানুষ এই প্রকল্পটি বেছে নেন বিনিয়োগের জন্য। বিশেষ করে যারা দীর্ঘমেয়াদি বিনিয়োগের বিকল্প খুঁজছেন তারা এই কিষাণ বিকাশ পত্র প্রকল্পে বিনিয়োগ করে থাকেন। এই প্রকল্পের সুদের হার ৭.২%।
৪. পাবলিক প্রভিডেন্ট ফান্ড – এটি একটি জনপ্রিয় বিনিয়োগের প্রকল্প যেখানে ৭.১% হারে সুদ পেতে পারেন আপনারা। পাবলিক প্রভিডেন্ট ফান্ডে দুর্দান্ত আকর্ষণীয় কিছু ফিচার এবং সুবিধা রয়েছে। অধিকাংশ মানুষই এটাকে বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসেবে বেছে নিয়ে থাকেন।
৫. ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট – এটি একটি ফিক্সট ইনকাম স্কিম যেখানে সুদের হার ৭%। এর সবথেকে বড় কথা হল এই প্রকল্পে বিশেষ কোন ঝুঁকি নেই। এর ফলে এই প্রকল্পটি প্রচন্ড নিরাপদ এবং অনেক মানুষ এই প্রকল্পকে বেশ ভরসাযোগ্য বিনিয়োগের মাধ্যম মনে করে থাকেন।