নিউজরাজ্য

Weather Update: বৃহস্পতিবার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন, ঝেঁপে বৃষ্টি আসার সম্ভাবনা এই সমস্ত জেলায়

আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, পশ্চিমের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দোলের পরে

Advertisement

বসন্ত উৎসব এবছর কাটলো গরমের মধ্য দিয়েই। তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না মঙ্গল এবং বুধবার। ভোরের দিকে হালকা কুয়াশার আমেজ থাকলেও বেলা বাড়তে না বাড়তেই রোদের তেজ প্রখর। সঙ্গে আবার রইলো আদ্রতা জনিত অস্বস্তি। অন্যদিকে, এর মধ্যেই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ৯ এবং ১০ মার্চ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং-র কোন কোন জায়গাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আবার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন দিনে এবং রাতের তাপমাত্রার তেমন কোন পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।

দোলে তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও উৎসবের রেশ মিটতে না মিটতেই দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের অন্যান্য জেলাগুলির পাশাপাশি পুরুলিয়াতে পরিবর্তন হবে আবহাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুরুলিয়ায় দোলের পরে আবহাওয়া অনেকটা পরিবর্তিত হয়ে যেতে পারে। দোলের পরেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমের এই জেলাটিতে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দিনে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এই তালিকায় নাম রয়েছে পুরুলিয়া জেলারও। ৯ মার্চ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিগত কয়েকদিনে যে হারে পুরুলিয়ায় তাপমাত্রা বৃদ্ধি হয়েছে, তাতে চরম ভোগান্তিতে রয়েছেন জেলার মানুষরা। তাই কিছুটা হলেও তীব্র গরমের হাত থেকে পুরুলিয়াবাসীকে রেহাই দিতে আসছে বৃষ্টি। আইএমডি রিপোর্ট অনুসারে, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় আবার শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে

Related Articles

Back to top button