Post Office Scheme: পোস্ট অফিসের সব থেকে আকর্ষণীয় স্কিম, মাত্র ৫ বছরেই হয়ে যাবে টাকা ডবল
পোস্ট অফিসে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট প্রকল্পের মেয়াদ ৫ বছর এবং এই মুহূর্তে এই প্রকল্পে ৭ শতাংশ করে সুদ দেওয়া হচ্ছে
আপনি যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য নিরাপদ এবং গ্যারান্টি যুক্ত রিটার্নসহ একটি বিনিয়োগের উপকরণ খুজে থাকেন তাহলে আপনার জন্য একটি দারুন প্রকল্প নিয়ে হাজির হয়েছে ভারতীয় ডাক বিভাগ। তাদের অন্তর্গত ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট একটি দুর্দান্ত স্কিম। অনেক সময় হয়তো আপনার এমন একটি পরিস্থিতি আসবে যেখানে আপনার কাছে টাকা থাকলেও সেই টাকা বিনিয়োগ করার মত ভালো জায়গা নেই। সেখানেই আপনাকে সাহায্য করবে কেন্দ্রীয় ডাক বিভাগের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অন্তর্গত এই ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম। এই প্রকল্পে কিন্তু টাকা রাখার কোন নির্দিষ্ট সীমা নেই এবং একাধিক অ্যাকাউন্ট খুলে যদি আপনি টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি কর ছাড়ের সুবিধাও পেয়ে যাবেন এই প্রকল্প মারফত। এছাড়াও আরো বেশ কিছু সুবিধা রয়েছে এই প্রকল্পে।
পেয়ে যান দ্বিগুণ সুবিধা
পোস্ট অফিসে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমের মেয়াদ সর্বাধিক ৫ বছর। বার্ষিক ৭ শতাংশ সুদ দেওয়া হয়ে থাকে এই প্রকল্পের উপর। অর্থাৎ আপনি সুদের উপরে দ্বিগুণ সুবিধা পেয়ে যাচ্ছেন। এই সুদ বার্ষিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হয়। এই কারণে, আপনি শুধুমাত্র মেয়াদ পূর্তির সময় সম্পূর্ণ পেমেন্ট পাবেন। পোস্ট অফিসের ওয়েবসাইট অনুসারে, যদি আপনি ১,০০০ টাকা এই প্রকল্পে বিনিয়োগ করেন তাহলে ৫ বছর পরে আপনি ১,৪০৩ টাকা পেয়ে যাবেন।
১০ লক্ষ ডিপোজিটে পেয়ে যান ১৪ লক্ষ টাকা
পোস্ট অফিসে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট প্রকল্পে যদি আপনি ১০ লক্ষ টাকার বিনিয়োগ করেন, তাহলে পাঁচ বছর পর ম্যাচিউরিটি হলে মোট ১৪,০২,৫৫২ টাকা আপনি পেয়ে যাবেন। শুধুমাত্র শুর থেকে আপনাকে দেওয়া হবে ৪ লক্ষ ২ হাজার ৫৫২ টাকা। ন্যাশনাল সেভিং সার্টিফিকেট প্রকল্পে বিনিয়োগ আপনি যে কোন জায়গা থেকে করতে পারেন এবং যেকোনো পোস্ট অফিস থেকে আপনি এই অ্যাকাউন্ট খুলতে পারেন। ১০০০ টাকা দিয়ে এই ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট একাউন্ট আপনি খুলতে পারেন এবং ১০০ টাকার গুণিতকে আপনাকে বিনিয়োগ করতে হবে সব সময়। বিনিয়োগের ক্ষেত্রে আপনি সরকারি গ্যারান্টিও পাবেন, তাই ভয়ের কোন কারণ নেই।
কারা খুলতে পারেন এই একাউন্ট?
ন্যাশনাল সেভিং সার্টিফিকেট দেশের যেকোন পোস্ট অফিসে আপনি খুলতে পারেন। এই প্রকল্পের মূল বিশেষত্ব হলো যে কোন নাগরিক এই প্রকল্পে একাউন্ট খুলতে পারবেন। এর পাশাপাশি এই প্রকল্পে জয়েন্ট একাউন্ট এর সুবিধা রয়েছে। দশ বছরের বেশি বয়সী শিশুদের অভিভাবকরা তাদের নামে এটি ন্যাশনাল সেভিং সার্টিফিকেট একাউন্ট খুলতে পারেন। শুধুমাত্র মনে রাখতে হবে, পাঁচ বছর আগে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট প্রত্যাহার করা যাবে না। সরকার প্রতি তিন মাস অন্তর ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট প্রকল্পের সুদের হার পর্যালোচনা করে থাকে। এছাড়াও বিনিয়োগকারী তার পরিবারের যেকোনো সদস্যকে মনোনীত করতে নমিনি হিসেবে।