টেক বার্তা

Car AC Mileage: এসি অন থাকলে কি গাড়ির মাইলেজ কমে যায়? ৯৯% মানুষই কিন্তু জানেন না আসল সত্যিটা

অনেকেই মনে করেন, এসি অন রেখে গাড়ি চালালে গাড়ির মাইলেজ কমে যায়

Advertisement

গরমকালে আজকাল গাড়িতে এসি অন না করলে রীতিমতো গলদঘর্ম অবস্থা হয়ে যায় চালক এবং যাত্রীদের। বাইরের তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রা থাকে গাড়ির ভিতরে এবং এই কারণে বাতানুকুল যন্ত্রের ব্যবহার আরো বেশি বাড়ছে আজকাল। কিন্তু অনেকেই ভাবেন এসি চালু রাখলে গাড়ির মাইলেজ কমে যেতে পারে। সেই ভয়ে এসি চালু করার বদলে গাড়ির সব জানলা খুলে দেওয়া হয়। যাতে বাইরে থেকে হাওয়া গাড়ির ভিতরে প্রবেশ করতে পারে। যেহেতু গাড়ির ইঞ্জিন স্টার্ট না করলে এসি অন হয় না আর ইঞ্জিন চালানোর জন্য প্রয়োজন হয় তেল, তাই যত দীর্ঘ এসি অন থাকবে ততই শক্তির প্রয়োজন পড়বে ইঞ্জিনের। যা গাড়ির মাইলেজ কমিয়ে দিতে পারে। অধিকাংশ গাড়ি চালক এই যুক্তি বিশ্বাস করেন। কিন্তু আসলে কি তাই? সত্যিই কি এসি অন করে রাখলে গাড়ির মাইলেজ কমে যায়?

সাধারণত, হাইওয়ে দিয়ে গাড়ি চালানোর সময় এসি চালু না করে জানলা খোলা রাখার প্রবণতা অনেক বেশি লক্ষ্য করা যায়। অনেকের ধারণা জানলা খোলা রাখলে গাড়ির কেবিন ঠান্ডা থাকবে এবং পেট্রোল খরচ কম হবে। কিন্তু জানেন কি এই অভ্যাসের ফলে আরো উল্টে আপনার গাড়ির মাইলেজ কমে যেতে পারে। কারণ সমস্ত জানলা খোলা থাকলে বাইরের হাওয়া গাড়ির ভিতরে প্রবেশ করে এবং সেটি সরাসরি ইঞ্জিন এর উপরে অতিরিক্ত চাপ দিতে থাকে। এর ফলে ইঞ্জিনের জ্বালানি দক্ষতা ধীরে ধীরে কমতে শুরু করে। আর গাড়ির ইঞ্জিনে যত বেশি চাপ পড়বে তত বেশি জ্বালানির প্রয়োজন হবে। জ্বালানি দক্ষতা কমতে থাকলে তেলের খরচ বাড়বে আর দিনের শেষে আপনার গাড়ির মাইলেজ কমিয়ে আনবে।

গাড়ি বিশেষজ্ঞদের মধ্যে এসি চালু রেখে গাড়ি হাই স্পিডে চালালে ৫ থেকে ১০ শতাংশ মাইলেজ কম হয়। অন্যদিকে গাড়ির জানলা খোলা রেখে ইঞ্জিন স্টার্ট করলে তেল খরচ দ্রুত হারে বাড়তে শুরু করে এবং মাইলেজ কাটা নিচের দিকে নেমে যায়। সেই কারণেই, এসি অন রেখে যদি শহরতলির মধ্যে চার চাকা নিয়ে বেরোন তাহলে মাইলেজের উপর খুব একটা বেশি প্রভাব পড়বে না।

Related Articles

Back to top button