সোনার দাম ব্যাপক বৃদ্ধি পাওয়ার পর শেষ কয়েকদিনে আবার দাম কমতে শুরু করেছে এই মহামূল্যবান হলুদ ধাতুর। পুঁজিবাজার বিশেষজ্ঞদের মতে, মার্কিন ডলারের প্রভাবেই আজ সোনা ও রূপোর দাম কমছে। আসলে সম্প্রতি মার্কিন ডলারের হার বেড়েছে। আর তার জেরেই MCX এ ভারতে সোনার দাম কমেছে। চলতি মাসে বিয়ের বাজারে আজ সোনা ও রুপোর দাম কত? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
আজ ৯ মার্চ বৃহস্পতিবার ১০ গ্রাম সোনার দাম ৫৫,০০০ টাকার নিচে নেমে গিয়েছে। ১০ গ্রাম সোনার দাম এক সময়ে ৫৮,৮৪৭ টাকার সর্বোচ্চ দরে পৌঁছে গিয়েছিল। সেখান থেকে এখন প্রায় ৪,০০০ টাকা কমে গিয়েছে। সোনার পাশাপাশি পাল্লা দিয়ে দাম কমেছে রুপোরও। সকালে মাত্র ৬১,৫৮০ টাকা প্রতি কেজি দরে রূপো বিক্রি হয়েছে। একটা সময় এই প্রতি কেজি রুপোর দাম ৭৭ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছিল।
গুডরিটার্নসের আপডেট অনুযায়ী, কলকাতায় ২২ ক্যারাট ১০ গ্রাম সোনার দাম বৃহস্পতিবার ৫০,৯০০ টাকা করে ছিল। এর আগের দিন দাম ছিল ৫১,০০০ টাকা/১০ গ্রাম ছিল। অন্যদিকে আজ কলকাতায় ২৪ ক্যারাট ১০ গ্রাম সোনার দাম ৫৫,৫৩০ টাকা করে ছিল। এর আগের দিন দাম ছিল ৫৫,৬৩০ টাকা/১০ গ্রাম।