নিউজরাজ্য

Kolkata metro: শীঘ্রই চালু হবে নিউ গড়িয়া-রুবি মেট্রো, দেখে নিন কালিকাপুর স্টেশনের প্রথম লুক

কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে খুব শীঘ্রই যাত্রী পরিষেবা শুরু হতে চলেছে

Advertisement

কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে খুব শীঘ্রই আংশিকভাবে যাত্রী পরিষেবা শুরু করতে চায় কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এই রুটে নিউ গড়িয়া থেকে রুবি মোড় পর্যন্ত মেট্রো লাইনের কাজ প্রায় শেষ বললেই চলে। শেষ মুহূর্তে কাজ চলছে বিভিন্ন স্টেশনে। এই আবহে, রবিবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা মেট্রো। জানা গিয়েছে কালিকাপুর সংলগ্ন মেট্রো স্টেশনের নাম রাখা হয়েছে কবি সুকান্ত।এই মেট্রো স্টেশনে ঢোকার মুখে এই কবি সুকান্তর একটি ছবি এবং কবিতার লাইন লেখা হয়েছে। স্টেশনটিতে থাকছে আটটি চলমান সিঁড়ি, চারটে লিফট এবং ১২ টি সিঁড়ি। অন্যদিকে যাত্রীদের নিরাপত্তার জন্য গোটা স্টেশনে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।

উল্লেখ্য নিয়োগ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো লাইনে পরীক্ষামূলকভাবে ছুটেছে মেট্রো। ইএম বাইপাস এর উপর দিয়ে যাওয়া এই মেট্রো ৮০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যেতে পারে। ট্রায়াল রানে নিউ গড়িয়ার কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে ৫.৪ কিলোমিটার দূরে অবস্থিত মেট্রো স্টেশন হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি স্টেশনে পৌঁছেতে সময় লেগেছিল প্রায় আট মিনিট। নিউ গড়িয়া থেকে রুবি রুটের মধ্যে পাঁচটি স্টেশন এই মুহূর্তে রয়েছে। সেগুলি হল কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া, সত্যজিৎ রায় অর্থাৎ SRFTI সংলগ্ন এলাকা, জ্যোতিরিন্দ্র নন্দী অর্থাৎ অজয়নগর এলাকা, কবি সুকান্ত অর্থাৎ কালিকাপুর এবং হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি। এদিকে কবি সুভাষ মেট্রো স্টেশন নর্থ সাউথ লাইনের রুবির মেট্রোর মাধ্যমে যুক্ত হয়েছে ইতিমধ্যেই।

উল্লেখ্য, নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো প্রকল্পের যোজনা আসার পর প্রায় এক দশক কেটে গিয়েছে। জমি জটের কারণে বারবার ব্যাহত হয়েছে এই কাজ। ইএম বাইপাসে কালিকাপুর এর কাছে জমি-জটের কারণে দীর্ঘদিন ধীরগতিতে এগিয়েছিল মেট্রো প্রকল্পের কাজ। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলে মেট্রোর ভূগর্ভস্থ টানেল তৈরির কাজ শুরু হবে বলে জানিয়েছে মেট্রো রেলওয়ে। রেল কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যেই জমি হস্তান্তর করা হয়েছে। চিংড়িঘাটা এবং মেট্রোপলিটন এলাকা দিয়ে প্রথম টানেল তৈরির কাজ শুরু হবে বলে জানিয়েছে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ।

Related Articles

Back to top button