নিউজরাজ্য

Kolkata Rain forecast: ধেয়ে আসবে কালবৈশাখীর কালো মেঘ, আগামী দু’দিন বৃষ্টিতে ভিজতে চলেছে শহর কলকাতা

সপ্তাহে প্রথম দিন কলকাতাবাসী সারাদিন দেখলেন রৌদ্রজ্জ্বল আকাশ, তবে এই সপ্তাহে বদলাবে আবহাওয়া

Advertisement

সপ্তাহের প্রথম দিন কলকাতাবাসী সারাদিন দেখলেন রৌদ্রজ্জ্বল আকাশ। তবে খুব শীঘ্রই এই সপ্তাহেই বদলে যেতে চলেছে আকাশের রূপ। আগামী কয়েক দিনের কলকাতায় নামতে চলেছে বৃষ্টি এবং হবে কালবৈশাখী ঝড়। এমনটাই পূর্বাভাস মিলেছে হাওয়া অফিসের বুলেটিনে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টা শুষ্ক এবং পরিষ্কার আবহাওয়া থাকবে। আগামীকাল আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে পশ্চিমে বিভিন্ন জেলা অর্থাৎ ঝাড়্গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে কলকাতায় সেদিন হয়তো বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই নেই।

এদিকে ১৬ মার্চ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিন কলকাতা এবং দুই চব্বিশ পরগনাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি হাওড়া এবং হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। এদিন কোথাও কোথাও ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ বছর রাজ্যে ফাল্গুন মাস থেকেই কালবৈশাখী শুরু হলেও মোটের উপরে ঝড় বৃষ্টির সম্ভাবনা এ বছরে কম থাকবে।

তবে ১৬ এবং ১৭ মার্চ শুধুমাত্র নদিয়া বাদে দক্ষিণবঙ্গের বাকি সব জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সমতলের প্রত্যেকটি জেলাতে ১৫ থেকে ১৭ই মার্চ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। কলকাতায় বৃষ্টিপাত হতে পারে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার। কালবৈশাখির সময় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে এই সমস্ত এলাকায়। বৃহস্পতিবার এবং শুক্রবার কলকাতার আশেপাশের উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, জেলাতে ঝড় বৃষ্টি দেখার সম্ভাবনা রয়েছে।

Related Articles

Back to top button