নলিন সরকার স্ট্রীট এর পুজো এবারে পড়েছে 87 তম বর্ষে। এখানকার থিম কর্মই ধর্ম। কর্মই একমাত্র আমাদের ধর্ম। এথিমকে এখানকার শিল্পী প্যান্ডেলের সাজসজ্জার মাধ্যমে প্রকাশ করেছেন। আমরা ধর্ম নিয়ে অর্থ নিয়ে মাতামাতি করি কিন্তু কর্ম আমাদের একমাত্র পরিচয়। মণ্ডপসজ্জা সজ্জিত হয়েছে মেহনতী মানুষের মূর্তি দ্বারা। দেওয়াল সেজে উঠেছে এই মেহনতী মানুষের নানান রকমের জীবিকার ছবিতে। এই প্যান্ডেলের সাজসজ্জার আরেকটি বিশেষত্ব হল এখানে ব্যবহার করা হয়েছে প্রচুর বুড়ো আঙ্গুলের প্রতিকৃতি। কারণ বুড়ো আঙ্গুল হলো প্রতিটি মানুষের কর্মের আইডেন্টিটি। শ্রমজীবী মানুষের ব্যবহৃত নানা দ্রব্য সামগ্রী ও এই প্যান্ডেলে ব্যবহার করা হয়েছে। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে দেবীদুর্গা সজ্জিত হয়েছে কর্মের দেবীরূপে।।