অনেক লড়াইয়ের পর অবশেষে পূরণ হল দাবি। এবারে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত সপ্তম বেতন কমিশন অনুসারে কেন্দ্রীয় সরকার পোষিত স্কুলের শিক্ষকের বেতন দিতে রাজি হল একটি কেন্দ্রশাসিত অঞ্চল। মহার্ঘ ভাতা বৃদ্ধির বিতর্কের মাঝেই এই সিদ্ধান্ত নিয়ে বেশ খুশি সেই কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষকরা। অর্থাৎ, এবারে সপ্তম বেতন কমিশন অনুসারে বেতন পাবেন তারা। বুধবার, পুদুচেরির শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রী এ নমস্যব্যায়াম জানিয়েছেন, এবার থেকে এই অঞ্চলের শিক্ষকরা সপ্তম বেতন কমিশন অনুসারেই বেতন পাবেন। সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে।
সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে সংশোধিত বেতন কাঠামো কার্যকর হচ্ছে। তবে ২০২৩ সালের এপ্রিল থেকে সেই সংশোধিত বেতন কাঠামোর আওতায় সুবিধা পাবেন সরকার-পোষিত স্কুলের শিক্ষক এবং পেনশনভোগীরা। এমনিতে কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ায় পুদুচেরির সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে বেতন এবং মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। উল্লেখ্য, আপাতত সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। যা শীঘ্রই বেড়ে ৪২ শতাংশ হতে পারে বলে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে। ২০২৩ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম।
এই পরিস্থিতিতে সরকার-চালিত স্কুলের শিক্ষকদেরও সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন প্রদানের দাবি দীর্ঘদিন ধরে উঠছিল। দীর্ঘদিন পর দাবি পূরণ হওয়ায় পুদুচেরির স্বরাষ্ট্রমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন সরকার-পোষিত স্কুলের শিক্ষকদের একটি প্রতিনিধি দল। দাবিপূরণ হওয়ায় মন্ত্রীকে ধন্যবাদ জানান প্রতিনিধি দলের সদস্যরা