পোস্ট অফিসের এই লাভবান স্কিমে এক্ষুনি করুন বিনিয়োগ, পাবেন ১০,০০০ টাকার সুবিধা
পোস্ট অফিস একাধিক রেকারিং স্কিম চালায় যার সুদ নির্ধারণ করে সরকার
বর্তমান সময় যেমনভাবে মানুষ অর্থ উপার্জন করছেন, ঠিক তেমনভাবেই বিনিয়োগের দিকে খেয়াল রাখছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিনিয়োগের স্কিম রয়েছে এবং তার থেকে বেশ ভালো পরিমাণ টাকা ফেরতও পাওয়া যায়। তবে বিনিয়োগের কথা উঠলেই প্রথমেই জেনে রাখা ভালো যে বিনিয়োগ মাত্রই ঝুঁকি আছে। যেই সমস্ত স্কিমে বেশি রিটার্ন থাকে সেখানে ঝুঁকির পরিমাণ বেশি। তাই ঝুঁকির ভয়ে অনেকেই পিছিয়ে পড়ে বিনিয়োগ করতে চান না। তবে এবার তাদের জন্য এক অনন্য স্কিম আনলো পোস্ট অফিস। আজকের এই প্রতিবেদনে আপনাদের পোস্ট অফিসের একটি রেকারিং স্কিম সম্বন্ধে জানাবো, যা আপনার জন্য ব্যাপক লাভবান হতে পারে।
আপনার যদি পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকে তাহলে এই প্রতিবেদন আপনার খুবই লাভ করতে পারে। এই প্রতিবেদনে আপনাদের এক দুর্দান্ত প্ল্যান জানানো হচ্ছে যাতে আপনি কম বিনিয়োগ করে ব্যাপক রিটার্ন পেতে পারেন। এই স্কিম আপনাকে দেবে ভালো সুদ। এমনকি আপনি এতে মাত্র ১০০ টাকা বিনিয়োগ করেও ভালো রিটার্ন পেতে পারেন।
এই রেকারিং স্কিমের সুদের পরিমাণ নির্ধারণ করে সরকার। পাশাপাশি আপনি ত্রৈমাসিক রিটার্নের সুবিধা পাবেন। আপনি আবার সেই টাকা রেকারিং করে দিতে পারেন। এক্ষেত্রে আপনি যদি ১০,০০০ টাকা বিনিয়োগ করেন এবং ১০ বছরের জন্য এই স্কিম চালান তাহলে আপনি মোটা টাকা সুদ হিসেবে পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনার লাভের অংকটা বেশ ভালই হবে।