আবারও রেপো রেট কমানোর কথা ঘোষণা করলো আরবিআই। ছয় সদস্য বিশিষ্ট আরবিআই-এর মানিটারি পলিসি কমিটি সর্বসম্মতভাবে রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানালো ভারতের রিজার্ভ ব্যাংক। আরবিআই সূত্রে জানানো হয়েছে, রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। এর ফলে তা ৪.৯০ শতাংশ থেকে বেড়ে ৫.১৫ শতাংশে গিয়ে দাঁড়ালো।
রেপো রেট আরও কিছুটা কমানো হতে পারে মনে করেছিলেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। মনে করা হচ্ছে যে, এই পদক্ষেপের ফলে আর্থিক বৃদ্ধি অনেকটা ত্বরান্বিত হবে। ফলে আগামী দিনে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে রেপো রেট আরও কমানো হতে পারে ধারণা করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
ছয় সদস্যের মানিটারি পলিসি কমিটির প্রত্যেকেই রেপো রেট কমানোর পক্ষে মত দিয়েছেন বলে জানা গেছে। রিজার্ভ ব্যাংকের গভর্নর শশীকান্ত দাস সহ পাঁচ সদস্য রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর কথা বলেন। শশীকান্ত দাস বাদে বাকী চারজন সদস্য হলেন চেতন ঘাটে, পমি দুয়া, মাইকেল দেবব্রত পাত্র ও বিভু প্রসাদ কানুনগো। তবে কমিটির আরেক সদস্য রবীন্দ্র এইচ ঢোলকিয়া ৪০ বেসিস পয়েন্ট কমানোর কথা বলেন।