এই মুহূর্তে আবহাওয়ার খামখেয়ালিপনা সকলেই প্রায় লক্ষ্য করেছেন। এবং এর কারণে বাড়ছে বিশ্ব উষ্ণায়ন। এর ফলে সমুদ্রের জলতল বৃদ্ধি পেতে শুরু করেছে। এর ফলে কলকাতা নিরাপদ নয় বলেই জানা যাচ্ছে। কলকাতা নিয়ে আশঙ্কার কথা শোনালেন বিজ্ঞানীরা। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এর একটি গবেষণা রিপোর্ট দাবি করছে, সারা বিশ্বের বিভিন্ন জায়গায় মাটি বসে যাচ্ছে।
পরিবেশের ক্ষতি হয় এরকম কাজকর্ম এখন সারা বিশ্বেই বেড়ে চলেছে। বেশি মাত্রায় ভুগর্ভস্থ জল উত্তোলন করা হচ্ছে এবং মাটির জীববৈচিত্র নষ্ট হচ্ছে এর ফলে। মাটির জৈব প্রকৃতি নষ্ট হয়ে যাচ্ছে মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে। এর কারণ এই মূলত মাটি আলগা হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সমুদ্রের জল। জলতল যদি এভাবে বাড়তে থাকে, তাহলে সারা বিশ্বের বিভিন্ন ব-দ্বীপগুলি নিশ্চিহ্ন হয়ে যাওয়া সম্ভাবনা তৈরি হবে। এর ফলে ক্ষতিগ্রস্ত হবে ভারতও।
ব্রহ্মপুত্র এবং গঙ্গার দুটি শাখা নদী মিলে ২৫০ কিলোমিটার চওড়া একটি বদ্বীপ গঠন করেছে। ফলে স্বাভাবিক ভাবে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশের নিরাপত্তা বেশ শঙ্কিন অবস্থায়। বিজ্ঞানীরা বলছেন, মাটি যত বসে যাবে, ততই জলতল বৃদ্ধি পাবে। আর তাতেই ঘনিয়ে আসতে পারে বড় বিপদ।