রাজ্য স্বাস্থ্য দপ্তরে বিপুল পদে নিয়োগ, বেতন মাসিক ৭০ হাজার টাকা, করুন দ্রুত আবেদন
রাজ্যের যে কোন প্রান্ত থেকে আপনি আয়ুর্বেদিক ফার্মাসিস্ট হিসেবে আবেদন করতে পারেন
রাজ্যের স্বাস্থ্য দপ্তরে এবার রয়েছে একাধিক চাকরির সুযোগ। মোট ৩৫টি পদে এই নিয়োগ চলছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে। স্বাস্থ্য দপ্তরের তত্ত্বাবধানে আয়ুর্বেদিক ফার্মাসিস্ট নিয়োগ চলছে রাজ্যে। রাজ্যের যেকোন প্রান্ত থেকে এই আবেদন করা যাবে এবং ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। হাতে রয়েছে আর মাত্র কয়েক দিনের সময়। তাই সুযোগ হাতছাড়া হবার আগে জেনে নিন চটজলদি, এই চাকরির ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিত।
এই চাকরিতে শূন্য পদ রয়েছে ৩৫টি এবং বয়সসীমা রয়েছে ৩৯ বছর বয়স পর্যন্ত। সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, আপনি ৩৯ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন। তবে সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। আবেদনকারীদের চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করা হবে। তবে স্থায়ী কর্মীদের মতোই পাওয়া যাবে বিভিন্ন সুযোগ-সুবিধা। এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে, যে কোন একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আয়ুর্বেদিক ফার্মেসী নিয়ে একটি ডিগ্রী অর্জন করতে হবে। এই ডিগ্রি দু বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স হতে পারে। পাশাপাশি পশ্চিমবঙ্গ আয়ুর্বেদিক পরিষদের রেজিস্টার থাকতে হবে নাম। এছাড়াও বাংলা ভাষা লিখতে এবং বলতে জানতে হবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারেন।
এবার আসে বেতনের প্রসঙ্গটা। এই পদে যাদের নিয়োগ করা হবে তাদের রাজ্য সরকার মাসিক 27 হাজার টাকা থেকে ৬৯ হাজার ৮০০ টাকা বেতন দিতে চলেছে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আপনি। এই সংস্থার অফিসিয়াল ওয়েব সাইটে গিয়ে আপনাকে আবেদনপত্র পূরণ করতে হবে। সঙ্গেই আপলোড করতে হবে নিজের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং নিজের পাসপোর্ট সাইজ রঙিন ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে তার সাথে। অসংরক্ষিত শ্রেণী এবং ওবিসি প্রার্থীদের জন্য ২১০ টাকা আবেদনমূল্য ধার্য করা হয়েছে। তবে অন্যান্য শ্রেণির জন্য কোন আবেদন মূল্য লাগবে না। চলতি মাসের ৩১ তারিখ দুপুর দুটো পর্যন্ত এই আবেদন আপনি করতে পারবেন। এই পদগুলোর জন্য আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, কাজ করার অভিজ্ঞতা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। কোনরকম লিখিত পরীক্ষা হবে না। তবে শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে ৮০, কাজ করার অভিজ্ঞতার উপরে থাকবে ৫ এবং ইন্টারভিউ এর উপর থাকবে ১৫ নম্বর। সবশেষে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই তালিকা অনুযায়ী হবে নিয়োগ।