রবিবার ছুটির দিনে এবারে ভ্যাপসা গরম থেকে মুক্তি পাবে পশ্চিমবঙ্গবাসী। পশ্চিমবঙ্গবাসীর জন্য আবহাওয়া যেন একেবারে কল্পতরু। সপ্তাহে শেষে বদলে যাচ্ছে আবহাওয়ার রূপ এবং রবিবার থেকে বদলাতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়া। স্বস্তি ফিরিয়ে পশ্চিমবঙ্গে আসতে চলেছে বৃষ্টি। এবং শুধুমাত্র দক্ষিণবঙ্গে নয় ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একটা বিস্তীর্ণ এলাকাতেও। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর উত্তর-পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ আসাম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা এই মুহূর্তে অবস্থান করছে। এই কারণেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের ভ্রুকুটি রয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া রবিবার এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড়ো হাওয়া বইতে পারে এইসব এলাকায়।
রবিবার কলকাতাতেও রয়েছে বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭° সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ছিল ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ছিল ৩৭ শতাংশ। রবিবার সকাল থেকে কলকাতায় আকাশ আংশিক মেঘলা ছিল। বেলা করানোর সঙ্গে সঙ্গে বদলাতে পারে আবহাওয়ার মতিগতি। তবে বিকেলের দিকে শহরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। এছাড়াও কিছু কিছু জায়গায় ঝড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।