আরো আধুনিক হতে চলেছে কলকাতা মেট্রো। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোতে পরীক্ষামূলকভাবে কিউ আর কোড পরিষেবা চালু করা হবে বলে জানিয়ে দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এবার বাড়ি থেকে বসেই কাটা যাবে টিকিট। আর দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত ব্লু লাইনেও কিউআর কোড পরিষেবা দ্রুতই চালু হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ফলে গন্তব্যে পৌঁছানোর তাড়া থাকলে, পাশাপাশি হাতে মেট্রোর কার্ড না থাকলেও, আপনাকে আর ঝঞ্জাটে পড়তে হবে না। সঙ্গে একটা স্মার্ট ফোন থাকলেই কেল্লাফতে। কুইক রেসপন্স কোড ব্যবহার করেই আপনি উঠে যেতে পারবেন মেট্রোতে এবং বাড়িতে বসেই কেটে ফেলতে পারবেন মেট্রোর টিকিট। তবে তার আগে আপনাকে মেথরাইড কলকাতা এপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে এবং সেখানে লিখতে হবে কোথা থেকে কোথা পর্যন্ত আপনি যেতে চান।
এরপর অনলাইন পেমেন্টের মাধ্যমে আপনি কিউআর কোড পেয়ে যাবেন। ঢোকার সময় মেট্রোর গেটে রিডারে এই কোড স্পর্শ করলেই খুলে যাবে দরজা। পরীক্ষামূলকভাবে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোতে এই পরিষেবা চালু হয়েছে। খুব শীঘ্রই দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত ব্লু লাইনেও এই পরিষেবা চালু হবে বলে জানিয়েছে মেট্রোরেল।
১৯৮৪ সালে কলকাতায় চালু হয়েছিল মেট্রো পরিষেবা। এই সময় প্রিন্টের টিকিট ব্যবহার করা হতো। এরপর ৯৬ সাল থেকে ম্যাগনেটিক স্ট্রিপ দেওয়া চালু হয়। ২০১১ সালে রাজ্যে পরিবর্তনের সময় মেট্রোয় শুরু হয় টোকেন এবং স্মার্ট কার্ড পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে কিউআর কোড পরিষেবার পাশাপাশি টোকেন এবং স্মার্ট কার্ড পরিষেবা চালু থাকবে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত বিভিন্ন স্টেশনের গেটে প্রযুক্তিগত পরিবর্তনের কাজ শেষ হলেই, মাস খানেকের মধ্যে ব্লু লাইনে কিউআর কোড টিকিট পরিষেবা চালু হয়ে যাবে।