সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে অভিনেত্রীকে একেবারে লাস্যময়ী রূপেই দেখা গিয়েছে। ‘কালি কালি জুলফো’র লোফি ভার্সনের সাথেই বানিয়েছেন রিল ভিডিও। এদিন কালো স্প্যাগেটি স্ট্রাপড্, ডিপ নেকলাইন কাটিং ও হাই থাই স্লিটেড পোশাকে দেখা দিয়েছিলেন অভিনেত্রী। খোলা চুলে নুড মেকাপে ছিলেন তিনি। স্মোকি আই মেকাপ নেওয়ার পাশাপাশি হালকা লিপস্টিকও পরেছিলেন অঞ্জলি। মূল্যবান হীরের নেকলেসও ছিল তার গলায়। তার চোখে-মুখে ছিল বোল্ডনেসের ছাপ স্পষ্ট। বলাই বাহুল্য অভিনেত্রীর এদিনের এই পার্টি লুক নজর কেড়েছিল সকলের। মুগ্ধ করেছিল তার ভক্তমহলের একাংশকেও। অবশ্য যার একাধিক ঝলক মিলবে তার শেয়ার করে নেওয়া রিল ভিডিওর কমেন্টবক্সেই।
‘কাছা বাদাম’ খ্যাত অঞ্জলি অরোরার আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে, সোফাতে বসে এমন পোজ দিলেন
বর্তমানে অঞ্জলি আরোরা আজকের প্রজন্মের কাছে অন্যতম এক পরিচিত মুখ। 'কাঁচা বাদাম' খ্যাত অভিনেত্রী তিনি। উল্লেখ্য, এই গানের সাথে রিল বানিয়েই এক বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী। পাশাপাশি কঙ্গনা রানাউত…

আরও পড়ুন