Fixed Deposit interest rate: কোন ব্যাংকে টাকা রাখলে, আপনার রিটার্ন হবে সর্বাধিক? জানেন কোন ব্যাঙ্ক সবথেকে বেশি রিটার্ন দেয়?
এই তালিকায় আমরা ভারতের সবথেকে বড়ো ৩টি ব্যাংকের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টের সুদের হারের তুলনা করছি
আজকালকার দিনে ব্যাংক একাউন্ট সবাই কমবেশি ব্যবহার করেন। শুধু ব্যাংক একাউন্ট বললে কথাটা ভুল বলা হবে। বেশিরভাগ মানুষ এখন সেভিংস অ্যাকাউন্টের থেকে ফিক্সড ডিপোজিট করতে বেশি পছন্দ করেন। অনেকেই আছেন যারা এখন ফিক্সড ডিপোজিট করার দিকে ঝুঁকতে শুরু করেছেন। আর এর প্রধান কারণ হলো, ফিক্সড ডিপোজিট একাউন্টে সুদের পরিমাণ বেশি। তবে, সব ব্যাংকে কিন্তু এই অ্যাকাউন্টের উপরে আলাদা আলাদা সুদ দেওয়ার রীতি রয়েছে। সেই নিরিখে একবার অবশ্যই এই বিষয়টা জেনে নেওয়া উচিত, কোন ব্যাংকের অ্যাকাউন্টে সবথেকে বেশি সুদ মেলে। চলুন তাহলে সেটাই জেনে নেওয়া যাক।
এই তালিকায় প্রথম ব্যাংক হলো ICICI ব্যাঙ্ক। এই ব্যাংকে আপনার একাউন্ট থাকলে, ৭ থেকে ২৯ দিনের মেয়াদের অ্যাকাউন্টে দেওয়া হয় ৩ শতাংশ সুদ। ৩০ থেকে ৪৫ দিনের মেয়াদের একাউন্টে দেওয়া হয় ৩.৫ শতাংশ সুদ। ১ বছর ও ১৫ মাসের কম মেয়াদের অ্যাকাউন্টের খেতে সুদের যার ৬.৭ শতাংশ। ১৫ মাস থেকে ২ বছরের মধ্যে সুদের হার ৭.১ শতাংশ। অন্যদিকে, ২ থেকে ৫ বছরের মধ্যে অ্যাকাউন্টের ক্ষেত্রে সুদের হার ৭ শতাংশ।
তালিকায় দ্বিতীয় ব্যাংক হলো HDFC ব্যাঙ্ক। এই ব্যাংক আগের ICICI ব্যাংকের মতোই ৭ থেকে ২৯ দিনের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৩ শতাংশ সুদ দেয়। ৩০ থেকে ৪৫ দিনের ডিপোজিটের ক্ষেত্রে দেয় ৩.৫ শতাংশ সুদ। তবে ১ বছর থেকে ১৫ মাসে মেয়াদের আমানতের ক্ষেত্রে সুদের হার ৬.৬ শতাংশ। অন্যদিকে, ১৫ মাস থেকে ২ বছরের মধ্যে সুদের হার ৭.১ শতাংশ। তবে ২ বছর ১ দিন থেকে একেবারে ১০ বছর পর্যন্ত সমস্ত মেয়াদের আমানতের ক্ষেত্রে এই ব্যাংকে সুদের হার ৭ শতাংশ।
সরকারি ব্যাংকের মধ্যে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সবথেকে ভালো অপশন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এই ব্যাংক ৭ থেকে ৪৫ দিনের মেয়াদের আমানতের ক্ষেত্রে সুদের হার দিয়ে থাকে ৩.৫ শতাংশ। বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে এই সুদের হার ৪ শতাংশ হয়ে যায় ১ বছর থেকে ২ বছর পর্যন্ত বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৭.৫ শতাংশ। তবে, সাধারণ লগ্নিকারীদের জন্য এই সুদের হার ৬.৮ শতাংশ। প্রবীণ নাগরিকরা ২ থেকে ৩ বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিটে ৭.৫ শতাংশ হারে সুদ পেতে পারেন। সাধারণ মানুষ একই ফিক্সড একাউন্টে ৭ শতাংশ রিটার্ন পাবেন। ফলে আপনি যদি দীর্ঘ মেয়াদের অ্যাকাউন্ট করতে চান তাহলে এই তিনটি ব্যাংক আপনার জন্য সবথেকে ভালো বিনিয়োগের জায়গা হয়ে উঠতে পারে।