নিউজরাজ্য

Weather alert: আবহাওয়ার বিরাট পরিবর্তন, আর কয়েক ঘণ্টার মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি আসবে বাংলার এই জেলাগুলিতে

তাপমাত্রার রদবদল হবার ব্যাপক সম্ভাবনা রয়েছে বাংলায়

Advertisement

পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বিরাট পরিবর্তন। কোথাও আপনি পাবেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আবার কোথাও শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। তার সাথেই সারা বাংলায় জারি হয়েছে কমলা সতর্কতা। মৎজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তার সঙ্গেই উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে সতর্কতা দলকে। কলকাতায় মধ্যে আশেপাশের বেশ কিছু এলাকায় আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আজ। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোন কোন জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অপরদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, এবং মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে চলতি সপ্তাহ থেকে তাপমাত্রার পারদ অনেকটাই বৃদ্ধি পাবে এই সব জায়গায়। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পুরুলিয়া জেলার তাপমাত্রায় আমূল পরিবর্তন হচ্ছে। রোদ বৃষ্টির খেলায় মেতেছে গোটা জেলা। প্রায় দিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে জেলার বেশিরভাগ জায়গাতে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা পারদ।

সোমবার পুরুলিয়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবহাওয়ার এই পরিবর্তনের ফলে বাড়তে পারে অস্বস্তি। পুরুলিয়া জেলায় এমনিতেই প্রত্যেক বছর তীব্র গরম থাকে। তবে এবছরের মার্চ মাসে গরমের হাত থেকে অনেকটা রেহাই পেয়েছেন জেলাবাসী। কিন্তু সেই স্বস্তি যে আর বেশি দিন নেই সেটা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। চার থেকে পাঁচ ডিগ্রী পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা পারদ। আর তাপমাত্রার পারদ বৃদ্ধি পেলে গরমের দাপটে নাজেহাল হতে হবে রাজ্যবাসীকে। তবে রাজ্যের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

Related Articles

Back to top button