ব্যবসা-বানিজ্য ও অর্থনীতিদেশবিনোদন

PPF অ্যাকাউন্ট থাকলে বিরাট সুখবর! কেন্দ্রীয় সরকার দেবে ৪২ লাখ টাকা, জানুন কীভাবে

দীর্ঘমেয়াদি স্কিম হিসেবে ব্যাপক জনপ্রিয় পাবলিক প্রফিডেন্ট ফান্ড

Advertisement

বর্তমান যুগে প্রত্যেকটি মানুষ তাদের উপার্জিত অর্থ কোনো একটি ভালো স্কিমে বিনিয়োগ করে থাকেন। এই সমস্ত বিনিয়োগ স্কিমের মধ্যে দীর্ঘমেয়াদি হিসেবে ব্যাপক জনপ্রিয় পাবলিক প্রফিডেন্ট ফান্ড বা PPF। আপনার যদি পিপিএফ বিনিয়োগ থাকে বা বিনিয়োগ করার পরিকল্পনা নেন, তাহলে আপনার জন্য রয়েছে বড় সুখবর। এবার এই স্কিমে অর্থ বিনিয়োগ করে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আপনি পেয়ে যাবেন ৪২ লাখ টাকা। সরকারি গ্যারান্টির পাশাপাশি এই সমস্ত স্কিমে দীর্ঘ সময়ের জন্য আপনার টাকা নিরাপদ থাকবে। কি করে পাবেন এই ৪২ লক্ষ টাকা?

আপনাদের জানিয়ে রাখি, দীর্ঘমেয়াদী অনুযায়ী অর্থ বিনিয়োগের জন্য পিপিএফ স্কিম হল একটি সর্বোত্তম বিকল্প। আপনি প্রতি বছর এতে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। এতে আপনি চক্রবৃদ্ধি সুদের সুবিধা পাবেন। পাশাপাশি আরও জানিয়ে রাখি, বাজারের উত্থান-পতনে এই সরকারি প্রকল্পগুলিতে কোনো প্রভাব পড়ে না। আপনি মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগ করেই পেতে পারেন ৪২ লাখ টাকা।

আপনি যদি প্রতিমাসে পাঁচ হাজার টাকা করে বিনিয়োগ করেন তাহলে বছরে শেষে আপনার বিনিয়োগের পরিমাণ হবে ৬০,০০০ টাকা। আপনি যদি এটি ১৫ বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে মেয়াদপূর্তিতে আপনার অর্থ হবে ১৬,২৭,২৮৪ টাকা। আপনি যদি ৫-৫ বছরের মেয়াদে পরবর্তী ১০ বছরের জন্য ডিপোজিট বাড়িয়ে দেন, তাহলে ২৫ বছর পরে আপনার তহবিল প্রায় ৪১,৫৭,৫৬৬ টাকা বা ৪২ লক্ষ টাকা হবে। আপনি পিপিএফ স্কিমে কর ছাড়ের সুবিধাও পাবেন। এই স্কিমে, আপনি ধারা 80C এর অধীনে কর ছাড়ের সুবিধা নিতে পারেন। এই স্কিমের সুদের মাধ্যমে অর্জিত পরিমাণও করমুক্ত।

Related Articles

Back to top button